আজকালকার দিনে মেয়েরা পিছিয়ে নেই কোনো ক্ষেত্রেই। তাই অভিনয় হোক কিংবা অন্য যে কোনো পেশা, বিয়ের পরে তো অবশ্যই এমনকি সন্তানের মা হওয়ার পরেও অনায়াসে কাজ চালিয়ে যেতে পারেন নিজের নিজের কর্মক্ষেত্রে। তবে বিনোদন জগতের সাথে যুক্ত এমন অনেক অভিনেত্রীই হয়তো আছেন বিয়ে, এবং সন্তানের মা হওয়ার পর কাজের ক্ষেত্রে গিয়ে অনেক সময় নানান প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁদের।
তবে অভিনয়ের সাথে যুক্ত এমন অনেক অভিনেত্রীই আছেন যারা মা হওয়ার পরেও বিনোদন জগতে কাজ করে চলেছেন চুটিয়ে। টেলিভিশন জগতের এমনই একজন জনপ্রিয় অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায় (Sneha Chatterjee)। নিজের দীর্ঘ অভিনয় জীবনে একাধিক খল চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘জল নুপুর’, ‘নকশি কাঁথা’, ‘সুবর্ণলতা’র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি।
বেশিরভাগ সময়েই নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে স্নেহাকে। কিন্তু বিগত প্রায় ২ বছর হয়ে গেল। অভিনয় থেকে নিজেকে দূরে রেখেছেন অভিনেত্রী। কারণ এতদিন চুটিয়ে মাতৃত্বের স্বাদ উপভোগ করছিলেন তিনি। তাই গর্ভবতী হওয়ার পর থেকেই এতদিন লাইট,ক্যামেরা অ্যাকশন থেকে নিজেকে দূরে রেখেছিলেন স্নেহা।
তবে অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে আবার অভিনয়ে কামব্যাক (Comeback) করতে চলেছেন এই নতুন মা। প্রসঙ্গত চলতি সপ্তাহেই জি বাংলার পর্যায় শুরু হয়েছে একেবারে রহস্য রোমাঞ্চে মোড়া একেবারে ভিন্ন স্বাদের সিরিয়াল লালকুঠি (Lalkuthi)। রাহুল-রুকমা জুটির বহু প্রতিক্ষীত এই সিরিয়াল শুরুতেই ভালোই প্রশংসা পাচ্ছে দর্শকদের।
এই ‘লালকুঠি’ সিরিয়ালের হাত ধরেই পর্দায় কামব্যাক করতে চলেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী স্নেহা। তবে এবার আর কূটকচালি কিংবা ষড়যন্ত্রকারী নেগেটিভ চরিত্রে নয় বরং স্নেহা এবার ফিরছেন আদ্যোপান্ত সম্পূর্ণ একজন পজেটিভ চরিত্রে। ধারাবাহিকের নায়িকা অনামিকা অর্থাৎ অভিনেত্রীর রুকমা রায়ের দিদির চরিত্রে অভিনয় করবেন তিনি।