• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফের টলিউডে খুশির হাওয়া! পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী স্নেহা চ্যাটার্জি

Published on:

sneha chatterjee

টলিউডে (Tollywood) এখন চলছে খুশির আবহে। একেরপর এক সুখবরে মেতে উঠেছে টলিপাড়া। চলছে তারকাদের বিয়ের মরসুম। ইতিমধ্যেই গাঁটছড়া বেঁধেছেন গৌরব-দেবলীনা, সৌরভ-ত্বরিতা, মিমি-ওম, নীল-তৃণা, ইমন-নীলাঞ্জন সহ একঝাঁক টলি তারকা। এবার ফের খুশির খবর বয়ে নিয়ে এলেন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ স্নেহা চ্যাটার্জি (Sneha Chatterjee)।

মা হলেন অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়। গত ৫ই ফেব্রুয়ারী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। মা হওয়ার খুশিতে উচ্ছ্বসিত অভিনেত্রী। ইতিমধ্যেই রেখে ফেলেছেন খুদের মিষ্টি দুটি নামও – শুক্তো এবং তুরুপ। পরে অবশ্য নামের লিস্টি আরও বাড়বে বলেও জানিয়েছেন স্নেহা।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক সুবর্ণলতার জন্য খ্যাতি পেয়েছিলেন স্নেহা। এরপর জলনুপুর, নকশীকাঁথা ধারাবাহিকে খল চরিত্রে দুর্দান্ত অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। আজই হাসপাতাল থেকে কোলে পুত্র সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন অভিনেত্রী। হাসপাতাল সূত্রে খবর মা এবং ছেলে উভয়েই একদন সুস্থ রয়েছেন। স্নেহা জানিয়েছেন আপাতত অভিনেত্রীর ধ্যান জ্ঞান ‘শুক্তো’, টানা চারমাস একরত্তির সঙ্গেই কাটাতে চান তিনি, তারপর ভেবে দেখবেন কাজের কথা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥