• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিষধর এক সাপকে আস্ত গিলে খাচ্ছে আরেক সাপ! ভয়ংকর এই ভিডিও ব্যাপক ভাইরাল নেটপাড়ায়

Published on:

ইন্টারনেটে প্রতিদিনের হাজারো ভাইরাল ভিডিওর মধ্যে কিছু ভিডিও এমন হয় যা দেখে চমকে যায় সকলেই। অনেক সময় কিছু ভয়ঙ্কর পশু পাখির দৃশ্যের ভিডিও ভাইরাল হয়ে পরে সামাজিক মাধ্যমগুলোতে। এই যেমন সাপ নাম শুনলেই অনেকে ভয়ে কাঁটা হয়ে যায়। সামনে দেখলে তো আর কথাই নেই। সোশ্যাল মিডিয়াতে এবার দুটি বিষধর সাপের তুমুল লড়াইয়ের ভিডিও ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দুটি সাপের লড়াই (Snake Fight) দেখলে হয়তো গায়ে কাঁটা দেবে যারা সাপে ভয় পান তাদের। ভিডিওতে দেখা যাচ্ছে দুটি  সাপের মধ্যে লড়াই চলাকালীন একটি সাপ অপরটিকে গিলে খেয়ে নিতে চাইছে। সাপের শিকারের মূল নীতিই হল প্রথমে শিকারকে আষ্টে পৃষ্টে জড়িয়ে পেঁচিয়ে ধরা। তারপর শিকারটির দম বন্ধ করে শিকারটিকে মেরে ফেলা। শিকারটি মরে গেলে তারপর তাকে উদরস্ত করে সাপ।

ভিডিওতেও একইভাবে, একটি সাপ অন্য সাপটিকে জড়িয়ে পেঁচিয়ে ধরেছে। তারপর  প্রানপন চেষ্টা করছে যাতে আস্ত সাপটিকেই গিলে ফেলতে পারে সাপটি। দুই সাপের এই ভয়ংকর লড়াই দেখে চমকে উঠেছেন দর্শকেরা। হবে নাই বা কেন! এধরণের অদ্ভুত দৃশ্য কি আর রোজ দেখা যায়!

আসলে বিবর্তনের এটাই রীতি বেঁচে থাকতে গেলে জীবনের জন্য করতে হবে সংঘর্ষ। সাপের লড়াই এর এই ভিডিও দেখে সে কথাই মনে পরে যায়। ভিডিওটি শেয়ার হবার পর থেকে এপর্যন্ত ২৫ লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখে চেন। রইল ভিডিও টি

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥