• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রকাশ্যে নিজের বাবাকে অপমান ‘স্মার্ট দিদি’ নন্দিনীর! ভিডিও ভাইরাল হতেই ধুয়ে দিল নেটিজেনরা

Updated on:

Smart Didi Nandini publicly insulted her father video goes viral

সোশ্যাল মিডিয়ার দৌলতে আকছারই কেউ না কেউ ভাইরাল হয়ে থাকেন। কয়েক মাস আগে যেমন সমাজমাধ্যমে তুমুল ভাইরাল হয়েছিলেন ‘স্মার্ট দিদি’ নন্দিনী (Smart Didi Nandini)। যার আসল নাম নন্দিনী গঙ্গোপাধ্যায় (Nandini Ganguly) ওরফে মমতা গঙ্গোপাধ্যায়। ডালহৌসির অফিসপাড়ায় একটি পাইস হোটেল চালান তিনি। ভাইরাল হওয়ার বেশ কয়েকমাস পরেও অবশ্য নেটিজেনদের মধ্যে তাঁর ক্রেজ একটুও কমেনি। সম্প্রতি সেই নন্দিনী দিদির (Nandini Didi) একটি ভিডিওই ঝড় তুলেছে নেটপাড়ায়।

গত ২ বছর ধরে মা-বাবার সঙ্গে ডালহৌসির অফিসপাড়ায় পাইস হোটেল চালাচ্ছেন নন্দিনী দিদি। আগে রোজ ২০-৩০ জন লোক সেখানে খেতে আসতেন। তবে ভাইরাল হওয়ার পরেই তাঁর ভাগ্যের চাকা ঘুরে যায়। এখন প্রত্যেকদিন প্রায় ১০০ জন মানুষ সেখানে খাবার খেতে যান। তবে এসবের মাঝেই ঘটে গেল একটি ঘটনা।

Smart Didi, Nandini Didi, Nandini Didi YouTube channel, Smart Didi YouTube Channel

ভাইরাল (Viral) হওয়ার পর নন্দিনীর যেমন আয় বেড়েছে, তেমনই প্রচুর সমালোচনার শিকারও হতে হচ্ছে তাঁকে। মাঝেমধ্যেই কোনও না কোনও কারণে নেটিজেনদের রোষের মুখে পড়তে হয় ‘স্মার্ট দিদি’ নন্দিনীকে। সম্প্রতি যেমন নিজের বাবাকে অপমান করে সমালোচিত হতে হচ্ছে তাঁকে।

দিন কয়েক আগে নন্দিনীর দোকানকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। ভাইরাল হওয়া ভিডিওয় (Video) দেখা যাচ্ছে, দোকানের নতুন কোনও এক কর্মচারী কাজে ভুল করায় তাঁকে যাচ্ছেতাইভাবে অপমান করছে নন্দিনী। ভিডিও দেখে মনে হচ্ছে, সেই কর্মচারীকে মানুষ বলেই গণ্য করছেন না তিনি। শুধু এটুকুই নয়, নিজের বাবাকেও শাপ-শাপান্ত করতে দেখা যায় নন্দিনীকে।

Smart Didi Nandini, Nandini Didi

বাবার ওপর চিৎকার করে নন্দিনীকে বলতে দেখা যায়, আগুনের সামনে একটা ‘গাধার বাচ্চা’কে রেখেছো। আমার দোকানটা বন্ধ করিয়ে দেবে। এমনকি নন্দিনীর বাবা তাঁকে বকাবকি করলে দেখা যায় নন্দিনী কাঁদতে কাঁদতে বলছেন, ‘জানোয়ার লোক… তোমার কপালে দুঃখ আছে গো বাবা। আমায় অপমান করো’।

এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই ছিঃ ছিঃ করছেন নেটিজেনরা। একজন নেটিজেন কমেন্ট করছেন, ‘বাবাকে জানোয়ার বলছে। কী অবস্থা!’। দ্বিতীয়জনের আবার বক্তব্য, ‘একটু জনপ্রিয়তা আসতেই অহংকারী হয়ে গিয়েছে। এরও রানু মণ্ডলের মতো অবস্থা হবে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥