• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আসছে ‘স্মার্ট দিদি’র বায়োপিক! ‘দিদি নম্বর ১’এ নন্দিনীকে কাঁদতে দেখে ট্রোলিং শুরু নেটপাড়ায়

বুধবার রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) সঞ্চালিত জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’এর (Didi No. 1) মঞ্চে হাজির হয়েছিলেন ডালহৌসিতে পাইস হোটেল চালানো মমতা গঙ্গোপাধ্যায় (Mamata Ganguly) ওরফে নন্দিনী। সেখানে গিয়ে নিজের জীবনের অজানা কাহিনী সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। কীভাবে জীবনে স্ট্রাগল করেছেন তিনি, কীভাবে গত এক মাসে তাঁর জীবন বদলেছে সবকিছু বলতে শোনা যায় নন্দিনীকে (Nandini Ganguly)।

আসলে মাস খানেক ধরে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল নন্দিনী। নেটিজেনদের একটি বিরাট অংশের কাছে তিনি পরিচিত ‘স্মার্ট দিদি’ (Smart Didi) নামে। গতকাল রচনার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, তাঁর হোটেলে আগে দিনে ২০ প্লেটের বেশি খাবার বিক্রি হতো না। কিন্তু এখন প্রত্যেকদিন প্রায় ৭০টা প্লেট বিক্রি হয়ে যায়।

   

Nandini Ganguly, Smart Didi, Didi No. 1

রচনার সঙ্গে কথা বলতে বলতে ‘স্মার্ট দিদি’ জানান, ছোটবেলায় তাঁদের আর্থিক অবস্থা ভালোই ছিল। তাঁর বাবা রবারের ব্যবসা করতেন। তিনি ফ্যাশান ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন এবং তাঁর দুই বোন পড়েছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু নোটবন্দির সময় নন্দিনীর বাবার ব্যবসা বন্ধ হয়ে যায়। টাকার জন্য বাড়ি থেকে শুরু করে মায়ের গয়না- সব কিছু বিক্রি করে দিতে হয় তাঁদের।

এরপর নন্দিনীর বাবা ডালহৌসিতে গিয়ে দৈনিক ২০০ টাকা মাইনের চাকরি করা শুরু করেন। নন্দিনীও পরিবারের পাশে দাঁড়াবেন বলে বাইরে চাকরি নিয়ে চলে যান। এরপর তাঁর বাবা একটি দোকান ভাড়া নিয়ে ভাতের হোটেল চালানো শুরু করেন। কিন্তু নন্দিনীর মা অসুস্থ হয়ে পড়ায় সেই দোকান বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। তখন চাকরি ছেড়ে ফের বাড়ি ফিরে আসেন নন্দিনী। যোগ দেন বাবার হোটেলে।

Nandini Ganguly, Smart Didi, Didi No. 1

‘স্মার্ট দিদি’ জানান, রোজ সকালে উঠে আবার বাজারে চলে যান। এরপর ফিরে এসে তিনি এবং তাঁর স্ত্রী অর্থাৎ নন্দিনীর মা মিলে সবকিছু কাটাকাটি করেন। এরপর নন্দিনী দোকানে গিয়ে রান্না করেন। রান্না হয়ে যাওয়ার পর সকলের পাতে হাসিমুখে খাবার তুলে দেন তিনি। নন্দিনী জানান, কীভাবে তাঁর গ্রাহকদের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন তিনি। জীবনের কঠিন সময়ের কথা বলতে গিয়ে চোখে জল চলে আসেন তাঁর।

‘দিদি নম্বর ১’এর মঞ্চে নন্দিনীকে কাঁদতে দেখে নেটিজেনদের একাংশ আবার কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন। একজন নেটাগরিক যেমন কমেন্ট করেছেন, ‘কারণ ছাড়াই কেঁদে ফেলল। বোকা বোকা। দেখে হাসি পেল’। আর একজন আবার লিখেছেন, ‘এবার শুধু বায়োপিক বানানোটাই বাকি রয়েছে’।

site