বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রত্যেকেই পরিবারের অর্থনৈতিক দিক (Financial Condition) নিয়ে ভাবতে পছন্দ করেন। কিন্তু টাকা পয়সা জমানোর চিন্তা ভাবনা করলেও বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় জমিয়ে আর ওঠা যায় না। তবে দৈনন্দিন জীবনে সামান্য কিছু বদল করলেই এর প্রতিকার মিলতে পারে। আজ সেই উপায়ই নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। রান্নার জন্য রসুন (Garlic) সবাই ব্যবহার করেন। কিন্তু রান্না বাদেও যে অর্থনৈতিক সংকট কাটাতে রসুন দারুন উপযোগী এটা অনেকেই জানেন না।
আসলে আমিষ রান্নার জন্যই মূলত বাড়িতে রসুন ব্যাবহার করেন সকলে। এছাড়া রূপচর্চার ক্ষেত্রেও রসুনের জুড়ি মেলা ভার, চুলের ঝরে যাওয়া রোধ থেকে ওজন কমানোতে রসুন বেশ উপকারী। কিন্তু এই রসুন দিয়েই অর্থনৈতিক অবস্থার উন্নতিও সম্ভব। কিভাবে? সেই টোটকায় আজ আপনাদের জন্য নিয়ে এসেছি।
➥ এমন অনেকেই আছেন যারা দিন রাত পরিশ্রম করেও টাকা জমাতে পারছেন না। অর্থাৎ টাকা হয়তো রোজগার ঠিকই করছেন। কিন্তু মাসের শেষে সেই টাকা জমানো যাচ্ছে না। সেক্ষেত্রে একটা লাল কাপড়ের মধ্যে ১ কোয়া রসুন বেঁধে ঘরের কোনো এক কোণায় রেখে দিন। দেখবেন ধীরে ধীরে সংসারের আর্থিক উন্নতি হবে।
➥ বর্তমানে কেউ চাকরিজীবি তো কেউ ব্যবসায়ী। আর ব্যবসায় ক্ষতি মানেই আর্থিক ক্ষতি। আপনাদের যাদের ব্যবসায়ে লাভ কমে যাচ্ছে তারা রসুনের ব্যবহার করতে পারে। একটা লাল কাপড়ের মধ্যে ৭ কোয়া রসুন মুড়ে সেটা দোকানের দরজায় বা ব্যবসা প্রতিষ্ঠানের দরজায় ঝুলিয়ে রেখে দিতে হবে।
➥ টাকা শুধু উপার্জন করলেই হয় না। সাথে খরচও যদি কিছুটা কমানো হয় তাহলে আর্থিক স্বচ্ছলতা ফিরে আসে। এর জন্য বাড়িতে বা দোকানে যেখানে টাকা রাখা হয়। বা সারামাসের খরচের টাকা রাখার স্থানে এক কোয়া রসুন রেখে দিলেই তফাৎ বুঝতে পারবেন হাতে নাতে।
➥ অনেকেরই আয় ভালো হলেও খরচের ঠেলায় সঞ্চয় করা দুস্কর হয়ে পরে। এমন ব্যক্তিদের ক্ষেত্রেও রসুন দারুন কাজে আসতে পারে। এক্ষেত্রে মানিব্যাগে বা যে ব্যাগের মধ্যে প্রতিদিন টাকা নিয়ে বের হন তার মধ্যে ছোট্ট এক কোয়া রসুন রেখে দিন। দেখবেন খরচ আস্তে আস্তে কমে আসবে।