• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একসময় রিজেক্ট করেছিল রিয়েলিটি শো-র মঞ্চ, আজ সেই শোয়েরই বিচারক এই ৫ সঙ্গীত শিল্পী

Published on:

Singers Who failed to prove them in Reality Show but later become famous in Bollywood winning hearts

গান (Song) এমন একটা জিনিস যেটা সুখে দুঃখে সর্বদাই আমাদের সাথে থাকে। আর গানের মধ্যে দিয়ে যেমন খুশির  মুহূর্ত সেলিব্রেট করা যায় তেমনি দুঃখ প্রকাশ করা যায়। বাংলা থেকে হিন্দি সব ধরণের গানই শুনে অভ্যস্ত আমরা। কেউ অরিজিৎ সিংয়ের ভক্ত তো কেউ বা অন্যকোনো শিল্পীর। তবে এমন অনেক সঙ্গীত শিল্পী রয়েছেন যারা কেরিয়ারের শুরুতেই বাঁধার সম্মুখীন হয়েছিলেন। কিন্তু আজ তাঁরা সেরা হয়ে প্রমাণ করে দিয়েছেন নিজেদের।

বর্তমান সময়ে দাঁড়িয়ে বিভিন্ন চ্যানেলে একাধিক গানের রিয়্যালিটি শো (Singing Reality Show) আয়োজিত হয়। সেখান থেকেই প্রতিবছর গোটা ভারতের থেকে নতুন নতুন সঙ্গীতের প্রতিভাকে খুঁজে পাওয়া যায়। কিন্তু আজ থেকে বহু বছর আগে বর্তমানের বিখ্যাত শিল্পীরা এই ধরণের রিয়্যালিটি শোয়ের মঞ্চে রিজেক্টেড হয়েছিলেন। অথচ আজ তারাই রয়েছেন শোয়ের বিচারক হিসাবে। চলুন এমনই কিছু সঙ্গীত শিল্পীদের সাথে পরিচয় করে নেওয়া যাক।

Jubin Nautiyal

১. জুবিন নটিয়াল (Jubin Nautiyal) : বর্তমানে বলিউডের গায়কদের মধ্যে অন্যতম জুবিন নটিয়াল। একসময় ইন্ডিয়ান আইডলে প্রতিযোগী হিসাবে এসেছিলেন তিনি। কিন্তু সেরা ২৫ হলেও পরবর্তীকালে বাদ পরে গিয়েছিলেন শোয়ের থেকেই। কিন্তু আজ সেই ইন্ডিয়ান আইডলেরই বিচারক হিসাবে দেখা যায় তাকে।

Bhumi Trivedi,Monali Thakur,Jubin Nautiyal,Arijit SIngh,Tosih Sabri,Bollywood Singers,Singing Reality Shows,অরিজিৎ সিং,মোনালি ঠাকুর,জুবিন নওটিয়াল,ভূমি ত্রিবেদী,তোশি সাবরি

২. অরিজিৎ সিং (Arijit Singh): গান শুনতে ভালোবাসে অথচ অরিজিৎ সিং নামটা জানে না এমন মানুষ আঁতশ কাঁচ দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না! বাংলার মুর্শিদাবাদের ছেলে ৰিত্যি এর জনপ্রিয়তা আকাশ ছোয়া। তবে অনেকেই হয়তো জানেন না প্রথম ‘ফেম গুরুকুল’ নামক রিয়্যালিটি শোয়ে দেখা গিয়েছিল তাকে। তবে সেরা ৩ অবধি পৌঁছালেও যেটা হয়নি। তবে আজ তিনি ভারতের সবচাইতে জনপ্রিয় গায়কদের মধ্যে অন্যতম।

Toshi Sabri

৩. তোশি সাবরি (Toshi Sabri) : ২০০৭ সালে ‘আমুল স্টার ভয়েস অফ ইন্ডিয়া’ এর প্রতিযোগী ছিলেন তোশি সাবরি। এই রিয়্যালিটি শোয়ে সেরা ১০ এ পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু তারপর শো থেকে বাদ পড়ে যান। তবে আজ সংগীত পরিচালক হিসাবে ব্যাপক জনপ্রিয় তিনি।

Bhumi Trivedi,Monali Thakur,Jubin Nautiyal,Arijit SIngh,Tosih Sabri,Bollywood Singers,Singing Reality Shows,অরিজিৎ সিং,মোনালি ঠাকুর,জুবিন নওটিয়াল,ভূমি ত্রিবেদী,তোশি সাবরি

৪. মোনালি ঠাকুর (Monali Thakur): বাঙালি দর্শক থেকে শ্রোতা সকলেই মোনালি ঠাকুরকে চেনেন। ২০০৫ সালে ‘ইন্ডিয়ান আইডল সিজন ২’ এর প্রতিযোগী ছিলেন মোনালি। শোয়ের সেরা ১০ পর্যন্ত উঠতে পেরেছিলেন তিনি। তারপর দুৰ্ভাগ্য বশত শো থেকে বাদ পড়েন। তবে আজ বলিউডের সেরা গায়িকাদের মধ্যে অন্যতম মোনালি ঠাকুর।

Bhimi Trivedi

৫. ভূমি ত্রিবেদী (Bhumi Trivedi) : ‘ইন্ডিয়ান আইডল সিজন-৫’ এ ২০০৫ সালে প্রতিযোগী হিসাবে অংশ গ্রহণ করেছিলেন ভূমি ত্রিবেদী। শোতে বিজয়ী হতে পারেননি তিনি। তবে তাঁর ‘রাম চাহে লীলা’ এই গান কিন্তু আজও সকলের মুখে মুখে ঘোরে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥