• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা হলেন শ্রেয়া ঘোষাল! চারিদিকে এত মন খারাপের মাঝেও গায়িকার পরিবারে খুশির হাওয়া

এত মন খারাপের মাঝে এবার সুখবর শোনালেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। প্রথম বারের জন্য মা হলেন তিনি। শনিবার, শ্রেয়ার কোল আলো করে এসেছে এক ফুটফুটে পুত্র সন্তান। সোশ্যাল মিডিয়ায় এই সুখবর জানিয়ে সঙ্গীত শিল্পী জানান, তিনি এবং সদ্যজাত উভয়েই ভালো আছে।

ট্যুইটারে শ্রেয়া লেখেন, ‘শনিবার বিকেলে ঈশ্বরের আশীর্বাদে আমাদের কোলে এসেছে পুত্র সন্তান। এই অনুভূতি আগে কখনও হয়নি। শিলাদিত্য, আমি এবং আমাদের পরিবারের সকলে খুব খুশি। আপনাদের আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ।’

   

শ্রেয়া ঘোষাল,মা,গায়িকা,বলিউড,শিলাদিত্য,শ্রেয়াদিত্য,Shreya Ghoshal,baby boy,mother,motherhood

প্রসঙ্গত, একটু বেশি বয়সেই মা হতে হলেন গায়িকা। কিছুদিন আগেই নিজের বেবিবাম্পের ছবি প্রকাশ্যে এনে জীবনের এই দারুন খুশির খবর সকলের সাথে শেয়ার করেছিলেন গায়িকা।

২০১৫ সালে দীর্ঘদিনের প্রেমিক শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল। এরপর ২০২১ এ এসে দুই থেকে তিন হলেন শ্রেয়া-শিলাদিত্য। নিজেই সোশ্যাল মিডিয়াতে বেবিবাম্পের ছবি শেয়ার করে জানিয়েছিলেন সেই কথা। খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভেসে গিয়েছিল অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া।

শ্রেয়া আগেই জানিয়েছিলেন, শ্রেয়াদিত্য আসছে। তাঁর এবং শিলাদিত্যের নাম মিলিয়ে শ্রেয়াদিত্য হ্যাশট্যাগ ব্যবহার করেছিলেন গায়িকা। তবে ছেলের নাম কী রাখবেন সেই বিষয়ে এখনো কিছুই জানাননি গায়িকা। এখন তার ধ্যান জ্ঞান কেবলই একরত্তি।

site