• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভুল কিছু করিনি! ঈদের শুভেচ্ছা জানাতেই কটাক্ষ, জবাবে নিন্দুকদের ধুয়ে দিলেন শান

বলিউডের (Bollywood) প্রথম সারির প্লেব্যাক সিঙ্গারদের (Playback Singer) মধ্যে অন্যতম হলেন শান (Shaan)। তাঁকে এক ডাকে চেনে গোটা দুনিয়া। বর্তমানে তাঁকে স্টার জলসার জনপ্রিয় গানের রিয়ালিটি শো সুপার সিঙ্গারের বিচারকের আসনে দেখা যায়। এমনিতে বরাবরই বিতর্ক থেকে দূরেই থাকেন এই গায়ক।

কিন্তু গতকাল থেকেই একেবারে অনভিপ্রেত একটি ঘটনার কারণে শিরোনামে এসেছেন তিনি। আসলে গতকাল ছিল খুশির ঈদ। তাই দেশজুড়ে এই উৎসবের আনন্দে মেতে উঠেছিলেন সকলেই। একই দিনে ছিল অক্ষয় তৃতীয়া এবং পরশুরামের জন্মোৎসবও। সব মিলিয়ে পুরোপুরি উৎসবমুখর একটি দিন।

   

বলিউড,Bollywood,ভারতীয় সংগীত,Indian Music,প্লেব্যাক সিঙ্গার,Playback Singer,শান,Shaan,ঈদের শুভেচ্ছা,Eid Wish,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোল,Troll,জবাব,Reply

আর এই বিশেষ দিনে মাথায় ফেজ টুপি, সাদা পাঞ্জাবি পরে দোয়া করার একটি ছবি দিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন শান। ব্যাস এতেই একেবারে তুলকালাম কাণ্ড শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।  সকলেই ধর্ম টেনে এনে নানাভাবে কটাক্ষ করে গায়কের নামে নানা কু-কথা বলতে শুরু করেন।

 

View this post on Instagram

 

A post shared by Shaan Mukherji (@singer_shaan)

হিন্দু ব্রাহ্মণ হয়েও তিনি কেন ফেজ টুপি ইসলাম ধর্মীয় উৎসব ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তা নিয়েই একেবারে খেপে ওঠে নেটিজেনদের একটা বড় অংশ। এমনিতে বিতর্ক দেখলে বরাবরই এড়িয়ে যান শান। কিন্তু এদিন তার সহ্যের বাঁধ ভেঙে যায়। আসলে সব সমালোচনামুখ বুঝে সহ্য করা উচিত নয়।

বলিউড,Bollywood,ভারতীয় সংগীত,Indian Music,প্লেব্যাক সিঙ্গার,Playback Singer,শান,Shaan,ঈদের শুভেচ্ছা,Eid Wish,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোল,Troll,জবাব,Reply

তাই কোন সাফাই দিতে নয় প্রতিবাদ করতেই একটি লাইভ ভিডিওতে এসেছিলেন গায়ক। এদিনের ওই ভিডিওর প্রথমে হাসিমুখেই জানান প্রায় তিন বছর আগে ‘করম করদে’ নামের একটি মিউজিক ভিডিও তৈরি করেছিলেন তিনি। সেই গানেরই একটি দৃশ্যে ফেজ টুপি পরে মুসলিম সেজেছিলেন তিনি। সেই দৃশ্যই থেকেই একটি ছবি  সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি।

বলিউড,Bollywood,ভারতীয় সংগীত,Indian Music,প্লেব্যাক সিঙ্গার,Playback Singer,শান,Shaan,ঈদের শুভেচ্ছা,Eid Wish,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোল,Troll,জবাব,Reply

মুহূর্তের মধ্যেই এই ছবির কমেন্ট সেকশনে ধেয়ে আসে একের পর এক কটাক্ষ। যদিও এখন ছবির কমেন্ট সেকশনটি অফ করে রেখেছেন গায়ক। এছাড়া ওই ভিডিওতে করে তিনি সাফ জানিয়েছেন তিনি কোনও সাফাই দিচ্ছেন না। শুধুমাত্র নিজের কথা সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। সেইসাথে গায়কের সংযোজন তিনি যেমন হিন্দু ব্রাহ্মণ, তেমনই ভারতবাসী ও সর্বোপরি একজন মানুষ। সবশেষে শিল্পী বলেন ‘ভালবাসুন, সম্মান করুন, সংকীর্ণ মানসিকতা রাখবেন না। এতে আপনাদেরই লোকসান’।