খবরবিনোদন

সব ঝুট হ্যায়! ‘ডিভোর্স’এর পর নতুন পোস্টে ফের সোশ্যাল মিডিয়ায় হইচই বাঁধালেন নচিকেতা

বাংলা সঙ্গীত (Music) জগতের এক উজ্জ্বল নক্ষত্র হলেন নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। নিজের গানের মাধ্যমে কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। গায়ককে (Singer) নিয়ে সংবাদমাধ্যমে চর্চা চলতেই থাকে। কয়েকদিন আগে যেমন আচমকা ‘ডিভোর্স’ নিয়ে পোস্ট করে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। এবার ফের গায়কের আরও একটি সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে।

আসলে নচিকেতা এমন একজন ব্যক্তিত্ব যিনি শিরোনামে থাকতে সিদ্ধহস্ত। ‘আগুনপাখি’কে নিয়ে নেয়পাড়ায় চর্চা চলতেই থাকে। গত কয়েকদিন ধরে সেই আলোচনা বাড়ছে বই কমছে না। সম্প্রতি যেমন ফের একবার তাঁর একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় (Social media) ঝড় তুলেছে। নিশ্চয়ই ভাবছেন গতবার ‘ডিভোর্স’ ধামাকার পর এবার কী করেছেন গায়ক?

Nachiketa Chakraborty

তাহলে জানিয়ে রাখি, এবার নচিকেতা একেবারে স্বমহিমায় ধরা দিয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। সেগুলির মধ্যে কোনও ছবিতে দেখা যাচ্ছে, ফোনে কথা বলছেন তিনি, কোথায় দেখা যাচ্ছে গান গাইছেন, আবার কোথাও দেখা যাচ্ছে সিগারেটে সুখটান দিচ্ছেন। বহুদিন পর প্রিয় নচিকেতাকে এমন খোশমেজাজে দেখে সকল ভক্তরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

তবে নচিকেতার শেয়ার করা ছবির চেয়ে বেশি নেটিজেনদের নজর কেড়েছে তাঁর ক্যাপশন। গায়ক ক্যাপশনে লিখেছিলেন, ‘সব ঝুট হ্যায়, ঝুট হ্যায়, রাজশ্রী…। হলদিয়ার পথে’। গায়কের ক্যাপশন থেকেই জানা গিয়েছে, তিনি হলদিয়ায় একটি লাইভ পারফরম্যান্সের জন্য যাচ্ছেন।

Nachiketa Chakraborty

নচিকেতার নতুন পোস্টে একের পর এক কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা। কেউ লিখেছেন, ভালোবাসি যোদ্ধা। কেউ আবার লিখেছেন, জয় গুরু। জনপ্রিয় এই গায়ক নিজের গানের মাধ্যমে যে কত মানুষের মনে রাজত্ব করেন তা তাঁর পোস্টের কমেন্ট সেকশন দেখলেই বেশ বোঝা যায়।

বাংলার জনপ্রিয়তম গায়কদের মধ্যে একজন হলেন নচিকেতা। তাঁর গানে বারবার উঠে এসেছে একাধিক নারীর নাম। কখনও সেই রাজশ্রী, কখনও শতাব্দী, আবার কখনও নীলাঞ্জনা। তবে ব্যক্তিগত জীবনের দিক থেকে বলা হলে, নচিকেতা কলেজে জীবনের বান্ধবী সুমিতাকে বিয়ে করেছেন। তাঁদের এক মেয়ে ধানসিঁড়িও বাবার দেখানো পথেই হেঁটেছেন। নচিকেতা-কন্যা ধানসিঁড়িও একজন নামী গায়িকা।

Back to top button