• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোটি কোটি শ্রোতার চোখে জল এনে বিদায় নিলেন কেকে, রইল গায়কের শেষ স্টেজ পারফম্যান্স এর ভিডিও

Updated on:

Singer KK Passed away at 53 Krishnakumar Kunnaath's Last Performance video viral on internet

প্রয়াত বিশিষ্ট সংগীত শিল্পী কেকে (KK)। ছোট বেলা থেকে বড়বেলা পর্যন্ত যে সমস্ত গান শুনে বড় হয়েছে বর্তমান প্রজন্ম তার অনেকটা জুড়েই রয়েছেন তিনি। ভারতের সেরা গায়কদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। এদিন কলকাতাতেই এসেছিলেন শো করতে। কলকাতার গুরুদাস বিশ্ববিদ্যালয়ে নজরুল মঞ্চের অনুষ্ঠানে গানও করেছেন। অনুষ্ঠান চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন তিনি, এরপর তাকে হোটেলে নিয়ে যাওয়া হলে পরিস্থিতি আরও খারাপ হতে থাকায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এরই মাঝে প্রয়াত হন কেকে (Singer KK Passed Away)।

প্রিয় গায়কের এমন আকস্মিক মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে গিয়েছে নেটিজেনরা। বিনোদন জগতে এসেছে বিষন্নতার ছায়া। এভাবে একজন সুস্থ মানুষ যে চলে যেতে পারে, যে কিনা কিছুক্ষণ আগে পর্যন্ত গান গেয়েছেন এটা মেনে নিতে পারছেন না কেউই। কিছুক্ষণ আগে নিজেই ইনস্টাগ্রামের পর্দায় শেয়ার করেছিলেন এদিনের শোয়ের এক ঝলক। সেই গায়ক কয়েক ঘন্টার ব্যবধানে সুরের দেশে চলে গেলেন।

SInger KK aka Krishnakumar Kunnath Passed Away

যেমনটা জানা যাচ্ছে, এদিন শারীরিক ভাবে অসুস্থ ছিলেন গায়ক। হোটেলের সিঁড়িতেও নাকি পরে গিয়েছিলেন একবার। তবুও শো ক্যানসেল করেননি, হাজির হয়েছিল হাজারো শ্রোতাদের কাছে নিজের গান শোনাতে। দুদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গতকাল ও আজ চলছিল শো। প্রতিবারের মত এবারেও এদিন হাজারো দর্শক ও শ্রোতাদের মন জয় করে নিলেন নিজের গান দিয়ে। কিন্তু তারপর হটাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপরেই প্রথমে হোটেল ও তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

এদিন মঞ্চে দুর্দান্ত গান গেয়েছিলেন কেকে। বিখ্যাত ‘হাম রাহে ইয়া না রাহে কল, পল ইয়াদ আয়েঙ্গে ও পল’ গান গাইতেই উপস্থিত দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মত। ইতিমধ্যেই কেকের শেষ পারফর্মেন্সের ভিডিও (KK’s Last Performance Video) সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে কলকাতার নজরুল মঞ্চে শেষবারের মত গান গাইতে দেখা যাচ্ছে কৃষ্ণকুমার কুন্নাত তথা কেকে’কে।

প্রসঙ্গত, মঞ্চে অসুস্থ হওয়ার পরেই তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় কলকাতার সিএমআরআই (CMRI) হাসপাতালে। কিন্তু সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই দ্রুত ছড়িয়ে পরে খবর গায়কের মৃত্যুর খবর। সোশ্যাল মিডিয়াতে সাথে সাথেই শুরু হয়ে দুঃখ প্রকাশ। ৯০ এর দশক থেকে আজ পর্যন্ত কোটি কোটি শ্রোতাদের চোখ আজ অশ্রুসিক্ত প্রিয় গায়কের প্রয়াণের খবরে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥