• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লোকে ফুল ভাবছে, তুমি আসলে আগুন! অনন্যার কন্ঠে ‘সামি সামি’ শুনে পুষ্পার স্টাইলে প্রশংসা করলেন হিমেশ

শুরু থেকেই ভিন্ন স্বাদের গান শ্রোতা এবং বিচারকদের উপহার দিয়ে সারেগামাপা’র মত জাতীয় মঞ্চে সকলের মন জিতে নিয়েছিলেন বঙ্গ তনয়া অনন্যা চক্রবর্তী (Ananya Chakraborty)। হাতে একতারা নিয়ে বাঙলা এবং বাঙালির একেবারে মাটির গান দিয়েই এই মঞ্চে যাত্রা শুরু করেন অনন্যা৷

প্রথাগত বলিউডের গান থেকে বেরিয়ে জাতীয় স্তরের মঞ্চে তিনি বাংলার বাউলের মিশেলে শুনিয়েছেন নানান হিন্দী মাস্টারপিস। হাতে একতারা, আর কালার ব্রিড করা হেয়ার স্টাইলে প্রথম থেকেই অন্যদের থেকে নিজেকে একটু আলাদা করে নিয়েছেন অনন্যা।

   

Ananya Chakraborty

এর আগে জি বাংলার সারেগামাপা’র মঞ্চও কাঁপিয়েছেন তিনি। আর এখন হিমেশ রেশমিয়া, বিশাল দাদলানি, থেকে শঙ্কর মহাদেবন সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ। গান গাওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুন সক্রিয় অনন্যা।মাঝেমধ্যেই খালি গলাতেই গান ধরে শ্রোতাদের মন ভালো করে দেন তিনি।

অনন্যা চক্রবর্তী,সামি সামি,হিমেশ রেশমিয়া,Himesh Reshmiya,সারেগামাপা,মুম্বই,বাঙালি,Ananya Chakraborty,saregamapa,mumbai,bong girl,bengali,west Bengal,song

এবার একেবারে হটকে গান গেয়ে সকলের মন জয় করে নিলেন অনন্যা। পুষ্পা ছবির প্রতিটা গানই নেটপাড়ায় চূড়ান্ত হিট। এদিন সারেগামাপার মঞ্চে পুষ্পা ছবি ‘সামি সামি’ গান গেয়ে সকলকে চমকে দেন।

 

শুধু গান নয় গানের সাথে নাচতেও দেখা গিয়েছে অনন্যাকে। রশ্মিকার করা সিগনেচার স্টেপ গাইতে গাইতে নেচে দিলেন গায়িকা। আর তার এই ধামাকাদার পারফরমেন্স দেখে হিমেশ রেশমিয়া বিচারকের আসন ছেড়ে উঠে প্রশংসায় ভরিয়ে দেন । পুষ্পার সংলাপ ধার করেই তিনি বলেন, ‘ মানুষ তোমায় ফুল ভাবছে, তুমি আসলে আগুন’। আর অনন্যার শেয়ার করা এই ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।