দিন তিনেক হল প্রয়াত হয়েছেন ‘ডিস্কো কিং’ বাপ্পী লাহিড়ী। আর তাঁকে হারিয়ে তাঁকে আরও বেশি মনে করছে গোটা দেশ। তাঁর রোমান্টিক গান ‘চিরদিনই তুমি যে আমার’ যেমন কানে বাজছে তেমনই কখনও সখনও ভেসে আসছে ‘আও তুমি চাঁদ পে লে যায়’ । তিনি তো আর নেই থাকার মধ্যে রয়ে গেছে তাঁরই কিছু অপার সৃষ্টি। আজ আর তাঁর সৃষ্টি নিয়ে নতুন করে কিছু বলব না, আজ জানাব তাঁর মিষ্টি ব্যবহারের কথা।
কোনোও প্রতিভা দেখলে তাঁকে সাহায্য করতে দু’বার ভাবতেন না গোল্ডেন ম্যান। কিছুদিন আগেই তখনও বাপ্পী দা সম্পূর্ণ সুস্থ, একটি রিয়েলিটি শো-এর বিচারকের আসনে দেখা মিলেছিল তাঁর। সেই শো-এই বঙ্গতনয়া অরুণিতা কাঞ্জিলালের গান শুনে মুগ্ধ হয়েছিলেন সুরকার তথা গায়ক বাপ্পী লাহিড়ী।
সেই গান শুনে বাংলার মেয়ে অরুণিতাকে লাল পাড় সাদা শাড়ি উপহার দিয়েছিলেন বাপ্পী লাহিড়ী, দুএকথা বাংলাতেও বলেছিলেন। আর শুধু তাই নয় সেই শাড়ির ভাঁজে অরুণিতার জন্য ছিল আরও একটি বড় চমক। যা যেকোনোও উঠতি গায়িকার কাছেই আশীর্বাদের মতো।
শাড়ির ভাঁজে অরুণিতার জন্য ছিল নতুন গানের কনট্র্যাক্ট পেপার৷ সেই ভিডিও বাপ্পী লাহিড়ীর মৃত্যুর পর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কথায় আছে জাতীয় মঞ্চে বাঙালী প্রতিভারদের উঠতে দেন না অবাঙালী শিল্পীরা, এই সব তর্কে না গিয়েই বলতে হয় আরও কিছুদিন বাপ্পী লাহিড়ীর মতো মানুষকে বড্ড দরকার ছিল।
প্রসঙ্গত, ১৬ ই ফেব্রুয়ারী সকালেই দেশবাসীর ঘুম ভেঙেছে দুঃসংবাদ শুনে৷ এদিন মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বাপ্পী লাহিড়ীর। স্বভাবতই সারা দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৯ বছর৷ প্রবাদপ্রতিম গায়ক তথা সুরকার বাপ্পী লাহিড়ীর চিকিৎসকেরা সংবাদ সংস্থা ‘পিটিআই’কে এই খবর নিশ্চিত করে জানায় বাপ্পী লাহিড়ী মৃত। তারা জানিয়েছেন যে, গায়ক নাকি একাধিক স্বাস্থ্য জনিত সমস্যায় জর্জরিত ছিলেন।