• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাধারণ মানুষের মতোই স্ত্রীকে স্কুটিতে চাপিয়ে মুর্শিদাবাদের ভোটকেন্দ্রে ভোট দিলেন ভূমিপুত্র অরিজিৎ সিং!

অরিজিৎ সিং (Arijit Singh) এর সাধারণত্ব নিয়ে আলাদা করে বলার কিছুই নেই৷ অন্যান্য তারকারা যেমন তাদের বিলাসবহুল জীবন নিয়ে শিরোনামে থাকেন, কিন্তু অরিজিৎ সিং খবরে থাকেন তার সাধারণ জীবন যাপনের কারণে৷ সারা বিশ্বজুড়ে তার খ্যাতি, অথচ তা নিয়ে বিন্দুমাত্র অহংকার নেই তার। সবসময়ই তিনি মাটির কাছাকাছি থাকতেই পছন্দ করেন। আর দেশের বাড়ি মুর্শিদাবাদে ফিরলে তো আর কথাই নেই, নিজের সমস্ত তারকা সত্তা শিকেয় তুলে তিনি এক্কেবারে গ্রাম্য ছেলের মতো চষে বেড়ান।

দুদিন আগেই কিছু কিছু জেলায় ছিল পুরোভোট। আর এই সময় বাড়িতেই ছিলেন অরিজিৎ। তাই দেশের নাগরিক হিসেবে, মুর্শিদাবাদ পৌরসভার নাগরিক হিসেবে নিজের কর্তব্য পালন করতে ভুললেন না অরিজিৎ। বেশির ভাগ সময়েই কাজের সূত্রে বাংলা অথবা দেশের বাইরে থাকেন অরিজিৎ,কিন্তু এবার বাড়ি থাকায় সস্ত্রীক ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিলেন তারা।

   

অরিজিৎ সিং,ভোট,মুর্শীদাবাদ,Arijit singh,vote,Murshidabad

জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার (WB Municipal Poll 2022) ৬ নম্বর ওয়ার্ডের বাদুরতলা জৈন ধর্মশালায় ২৫ নম্বর বুথে সস্ত্রীক ভোট দিলেন অরিজিৎ সিং। সেখানে উপস্থিত সকলেই অরিজিৎকে এমন সচক্ষে দেখে একেবারে অবাক। এদিন স্কুটি চালিয়ে এসে ভোট কেন্দ্রে সটান ঢুকে পড়েন অরিজিৎ, তারপর ভোট দিয়েই স্ত্রীকে নিয়ে স্কুটিতে চড়ে বেড়িয়ে যান।

অরিজিৎ সিং,ভোট,মুর্শীদাবাদ,Arijit singh,vote,Murshidabad

অরিজিৎকে দেখা মাত্রই সকলে ক্যামেরা বের করে তার ছবি ভিডিও তুলতে থাকে। বেশিরভাগ সময়টাই তাই পিছন ঘুড়ে ছিলেন অরিজিৎ। ভোট দেওয়া হতেই তিনি একপ্রকার ছুটে বেড়িয়েও পড়েন। সেখানে উপস্তিত এক ভদ্রলোককে বলতেও শোনা যায়, একটু ক্যামেরার দিকে তাকাও, একটু ক্যামেরার দিকে তাকাও তারপর এক ঝলক তাকিয়েই সে বেরিয়েও যায়।