করোনার (Coronavirus) লাগাতার আক্রমণে ত্রাহি ত্রাহি রব দেশ জুড়ে। ইতিমধ্যেই অক্সিজেন (Oxygen Crisis) ও কোভিড-শয্যার (Covid Bed) অভাবে নাকাল রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনরা। রোজই লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। অক্সিজেন না পেয়ে প্রিয়জনকে হাতের উপরেই মরতে দেখছেন অসংখ্য মানুষ। সংক্রমণ যে হারে বাড়ছে তা সামাল দেওয়ার মতো উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামো এদেশে নেই, তাই রোজই চারিদিক থেকে ভেসে আসছে হাহাকার।
একে একে সাধারণ মানুষ থেকে তারকারা সকলেই বুঝছেন আর হাত গুটিয়ে বসে থাকার সময় নেই। এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে মানুষকেই থাকতে হবে মানুষের পাশে। এবার এই মহাযজ্ঞে সামিল হলেন একসময়ের ‘সারেগামাপা’ চাম্পিয়ন তথা জনপ্রিয় গায়ক অনীক ধর (Anik Dhar)।
করোনা আক্রান্ত রোগীর বাড়িতে খাবার পৌঁছে দিতে মানবিক পদক্ষেপ নিলেন অনীক। AEMPL এবং ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবের সহায়তায় এবার তিনি
করোনা দুর্গতদের বাড়িতে সকাল সন্ধ্যে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।
প্রথমে ১৫ জন করে মানুষের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, আপাতত দক্ষিণ কলকাতার মানুষদের জন্যেই এই পরিষেবা প্রদান করা হবে। আর এমন মানবিক উদ্যোগের নাম তিনি দিয়েছেন ‘বন্ধু আছি’।
দক্ষিণ কলকাতার গড়িয়া থেকে পার্ক সার্কাস এবং টালিগঞ্জ থেকে ভবানীপুর পর্যন্ত বাসীন্দারা শুধুমাত্র আধার কার্ড এবং কোভিড রিপোর্টের শংসাপত্রের নকল-সহ ৯৩৩০৩ ৬৬৫৪০ নম্বরে যোগাযোগ করলেই তার বাড়িতে পৌঁছে যাবে খাবার।