• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কে অরিজিৎ? ‘আমিই সেরা’! ‘পাঠান’ ঝড়ের মাঝেই বিফোরক মন্তব্য অভিজিৎ ভট্টাচার্যের

ভারতের সেরা গায়কদের (Singer) নামের তালিকা প্রস্তুত করা হলে সেখানে নিঃসন্দেহে স্থান করে নেবেন বঙ্গ তনয় অভিজিৎ ভট্টাচার্য (Abhijeet Bhattacharya)। তবে দুর্দান্ত গায়কীর পাশাপাশি নিজের ঠোঁটকাটা স্বভাবের জন্যেও মাঝেমধ্যে চর্চার কেন্দ্রে উঠে আসেন তিনি। সকলের কাছে ‘স্পষ্টবাদী’ হিসেবেই পরিচিত তিনি। ইন্ডাস্ট্রির কোনও বিষয় নিয়েই রাখঢাক করেন না অভিজিৎ। সম্প্রতি যেমন তাঁরই একটি সাক্ষাৎকারের (Abhijeet Bhattacharya interview) ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।

একটি টেলিভিশন অনুষ্ঠানে গিয়ে এআর রহমান থেকে শুরু করে অরিজিৎ সিং- প্রত্যেককে নিয়ে মন্তব্য করেছিলেন অভিজিৎ। নায়ক থেকে গায়ক- কেউই বাদ যাননি। দর্শকরা যখন ‘পাঠান’ জ্বরে কাবু ঠিক সেই সময় ভাইরাল হয়েছে অভিজিতের এই বিস্ফোরক সাক্ষাৎকার। শাহরুখ খান প্রসঙ্গে যেমন গায়ক বলেন, তিনি খুবই সফল ব্যবসায়ী। গত কয়েক বছরে তাঁর ছবিগুলিও শুধুই ব্যবসা করে গিয়েছে। গায়কের সংযোজন, যারা ভালো ছবি বানান তাঁদের সঙ্গে কাজ করেন না পর্দার ‘পাঠান’।

   

Abhijeet Bhattacharya interview

অভিজিতের কথায়, তিনি যদি ‘কিং খান’এর কণ্ঠে গান না গাইতেন তাহলে তিনি এত বড় তারকা হতেনই না। তাঁর গাওয়া ‘ঢাকের তালে কোমর দোলে’র প্রসঙ্গ টেনে একইভাবে টলিউড সুপারস্টার দেবের কথাও বলেন তিনি। শাহরুখকে নিয়ে বক্তব্য রাখার পর নব্বইয়ের দশকের এই জনপ্রিয় গায়ক এআর রহমানের প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন।

সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায় অস্কারজয়ী এআর রহমানকে নিয়ে প্রশ্ন করতেই অভিজিৎ বলেন, ‘ওনাকে মিউজিশিয়ানই মনে করি না। গান কীভাবে গাইতে হয় সেটা গেয়ে শোনাতে পারবেন না তিনি। প্রযুক্তি নিয়ে পরীক্ষানিরীক্ষা করে উনি সঙ্গীতশিল্পী হয়েছেন। মিউজিক ইনস্ট্রুমেন্টের ব্যবহার জানেন না। সমস্ত সঙ্গীতশিল্পীদের পেটে লাথি মেরেছেন উনি’।

Abhijeet Bhattacharya on AR Rahman

এখানেই থামেননি অভিজিৎ। বঙ্গ তনয়ের সংযোজন, ‘গান গাওয়ার জন্য যে শেখার প্রয়োজন আছে তা মনে করেন না রহমান সাহেব। উনি শিখিয়েছেন স্কুলে যাওয়ার প্রয়োজন নেই। সরস্বতীর আরাধনা করার প্রয়োজন নেই। এখান ওখান থেকে নানান জিনিস ডাউনলোড করে, ল্যাপটপে এটা ওটা করে গায়ক হও’।

অভিজিৎ এরপর সঞ্চালককে সাফ বলে দেন তাঁর নাম ছাড়া আর কারোর নাম নেওয়া যাবে না। কারণ, ‘আই অ্যাম দ্য বেস্ট’। যদিও তিনি বলেন, গায়ক হিসেবে উদিত নারায়ণের স্থান কেউ কখনও নিতে পারবে না। কুমার শানুকেও দশের মধ্যে দশ নম্বরই দিয়েছেন তিনি। এখনকার সবচেয়ে জনপ্রয় গায়ক অরিজিৎ সিংয়ের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে অভিজিৎ বলেন, ‘এখন যে গানই শুনি সবাই বলে এটা অরিজিৎ। কোনটা অরিজিৎ সেটাই জানি না। তবে অরিজিৎ খুব ভালো গান করে’।