• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শেষ সারেগামাপা, ঘরে ফিরল বাংলার ছেলে স্নিগ্ধজিৎ, মালা পরিয়ে আরতি করে বরণ করল স্ত্রী অদিতি

দীর্ঘ ২২ সপ্তাহের জার্নি শেষে হয়েছে সারেগামাপা গ্রান্ড ফিনালে (Saregamapa 2022)। ফিনালে শেষ হতে এবার বাড়ি ফিরল বাংলার ছেলে স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhowmik)। নেটিজেনদের অনেকের আশা ছিল এবারের সারেগামাপা বিজয় হবে স্নিগ্ধজিৎ। যদিও সেটা হয়নি, তবে শুরু থেকে শেষ পর্যন্ত যে যাত্রা উপলব্ধি করেছেন সেটা সারাজীবন মনে রাখার মত। স্নিগ্ধজিতের এই সাফল্যে খুশি তার পরিবার।

এদিন কলকাতায় ফিরতেই রীতিমত উৎসবের মেজাজে ঘরের ছেলেকে বরণ করে নিল পরিবার। ঢাক ঢোল, ফুলের মালা নিয়ে স্নিগ্ধজিৎকে ওয়েলকাম জানাতে তৈরী ছিল স্ত্রী আরতি। যাকে বলে একেবারে রাজকীয় আয়োজন। ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়েছে। যেটা বেশ ভাইরাল হয়ে পড়েছে।

   

Snigdhajit Bhowmik,স্নিগ্ধজিৎ ভৌমিক,Saregamapa 2022,সারেগামাপা,কলকাতায় ফিরল স্নিগ্ধজিৎ,অনন্যা চক্রবর্তী,Ananya Chakraborty,Snigdhajit Welcome Back Video,Bengali Singer,Bengali Entertainment News

ভিডিওতে দেখা যাচ্ছে স্নিগ্ধজিৎ বাড়িতে আসার আগেই সমস্ত আয়োজন করে ফেলেছে স্ত্রী অদিতি। সুন্দর করে সাজানো হয়েছে ঘর। থালায় সাজানো রয়েছে বরণ করার সামগ্রী ও দই। সাথে ফুলের মালা নিয়ে রেডি রয়েছে আরেকজন। অন্যদিকে কেক থেকে ব্যাকগ্রউন্ডে ঢাক ঢোলের মিউজিক আর সাথে দেওয়ালে বড়সড় করে লেখা কংগ্রাটস। এমন একখানা রাজকীয় ওয়েলকাম দেখলে যে কেউ খুশি হতে বাধ্য।

Snigdhajit Bhowmik,স্নিগ্ধজিৎ ভৌমিক,Saregamapa 2022,সারেগামাপা,কলকাতায় ফিরল স্নিগ্ধজিৎ,অনন্যা চক্রবর্তী,Ananya Chakraborty,Snigdhajit Welcome Back Video,Bengali Singer,Bengali Entertainment News

স্বাভাবিকভাবেই স্ত্রীর এমন আয়োজন দেখে চমকে গিয়েছে স্নিগ্ধজিৎ। দরজা খুলতেই শুরু হয়েছে ঢাক ঢোলের ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাথে প্রথমে মালা পরানো হয়েছে স্নিগ্ধজিৎকে। এরপর বরণ করে টিকা দিয়ে ওয়েলকাম করা হয়েছে স্নিগ্ধজিৎ এর পাশাপাশি অদিতিকেও। তারপর বাড়ির ছোট্ট সদস্য অর্থাৎ পোষ্য দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়েছে স্নিগ্ধজিৎ এর কোলে। তারপর কেক কাটা হয়েছে।

প্রসঙ্গত, সারেগামাপা এর গ্রান্ড ফাইনালে অনেকেই ভেবেছিলেন যে স্নিগ্ধজিৎ হয়তো বিজেতা হবে। কিন্তু শেষ মুহূর্তে পাল্টে গিয়েছে বাজি। সারেগামাপা ২০২২ এর বিজয়ী হয়েছে নীলাঞ্জনা রায়। নীলাঞ্জনাও বাংলারই মেয়ে। তবে বিজেতা যেই হোক না কেন কিছু দর্শকদের হৃদয়ে আজও স্নিগ্ধজিৎই বিজেতা। পাশাপাশি অনন্যা চক্রবর্তীও দারুন প্রতিভার অধিকারী। দুর্দান্ত গানের গলার পাশাপাশি তাঁর ইউনিক চুলের স্টাইল সত্যিই নজর কাড়ে। স্নিগ্ধজিৎ ও অনন্যা দুজনের আগামী দিনের জন্য বংট্রেন্ডের তরফ থেকে রইল অনেক অনেক শুভকামনা।