• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৫ গুণ টাকা চাই! শিলাজিতের বিরুদ্ধে ‘অভিযোগ’ ইমনের, পাল্টা দিলেন গায়কও

Published on:

Silajit Majumder and Iman Chakraborty talks about fees of singers in Bengali music industry

বাংলা সঙ্গীত দুনিয়ার (Bengali music industry) দুই উজ্জ্বল নক্ষত্র হলেন শিলাজিৎ মজুমদার (Silajit Majumder) এবং ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। এই দুই সঙ্গীশিল্পী যে কত আইকনিক গান শ্রোতাদের উপহার দিয়েছেন তা গুনে শেষ করা যাবে না। কেরিয়ারের নিরিখে বলা হলে, শিলাজিতের চেয়ে ইমন জুনিয়র। তবে নিজ যোগ্যতায় অল্প সময়েই সকলকে মুগ্ধ করেছেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) শিলাজিৎ এবং ইমনের একটি ভিডিও ভাইরাল (Viral) হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, শিলাজিতের টক শো ‘গান পয়েন্ট’এ এসেছেন ইমন এবং বাংলার আর এক জনপ্রিয় গায়িকা সোমলতা আচার্য্য। সেখানেই নানান কথার ফাঁকে শিলাজিতকে তাঁর পারিশ্রমিক (Fees) নিয়ে প্রশ্ন করেন ইমন। শুধু তাই নয়, জাতীয় পুরস্কার জয়ী গায়িকা এও বলেন, তাঁরা পাঁচটি শো করে যে পরিমাণ পারিশ্রমিক পান শিলাজিৎ একটি শো করে সম পরিমাণ অর্থ পারিশ্রমিক হিসেবে নেন।

Silajit Majumder and Iman Chakraborty, Silajit Majumder fees

ইমনের কথায়, ‘তুমি এও টাকা পারিশ্রমিক নাও। আমাদের পাঁচটা শোয়ের পারিশ্রমিক তুমি একটা শোয়ে নিয়ে নাও’। জাতীয় পুরস্কার জয়ী গায়িকার এই মন্তব্য শোনার পর চুপ করে থাকেননি শিলাজিৎ। বরং তিনি কেন বেশি পারিশ্রমিক নেন তা সকলকে জানান গায়ক।

শিলাজিৎ জবাবে বলেন, ‘আমি বেশি টাকা পারিশ্রমিক চাই যাতে তোদের মতো নতুন শিল্পীরা বেশি টাকা আয় করতে পারে। আমি যদি কম টাকা নিই, তাহলে তোদের ওই পরিমাণ টাকা কেউ দেবে না। তোদের বাবা-কাকা-দাদা, যাদের প্রণাম করিস, অনেক কথা বলিস তাঁরা কম টাকায় শো করে তোদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। আজ দু-তিনজন লোক ছাড়া পশ্চিমবঙ্গে এমন কেউ নেই যে নিজের পারিশ্রমিক ধরে রেখেছে’।

Silajit Majumder and Iman Chakraborty, Silajit Majumder fees

শিলাজিতের জবাব শোনার পর তাঁর সঙ্গে সহমত পোষণ করেন ইমন এবং সোমলতা দু’জনেই। এরপর গায়ক ফের বলেন, ‘তুই জাতীয় পুরস্কার জেতার পর আমি তোকে এই লিখে মেসেজ করিনি যে এবার রেট বাড়াবি ইমন?’ সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে শিলাজিৎ-ইমনের এই ভিডিও। গায়কের স্পষ্ট জবাব শোনার পর তাঁর সঙ্গে সহমত পোষণ করেছেন নেটিজেনরাও।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে একবার এক সাক্ষাৎকারে পারিশ্রমিক নিয়ে মুখ খুলেছিলেন ইমন। এই নিয়ে প্রশ্ন করা মাত্রই গায়িকা বলেছিলেন, ‘কলকাতায় এমনিতেই টাকা নেই। বাংলার শিল্পীদের এমনিতেই কেউ টাকা দিতে চায় না। ঈশ্বরের আশীর্বাদে দু-একটা গান হিট হচ্ছে। পারিশ্রমিক তো বাড়াতেই হবে। আমায় আর্বানায় ফ্ল্যাট নিতে হবে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥