• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরিস্থিতি খুব খারাপ, নিরাপত্তার অভাব! বসিরহাটের শো বাতিল করলেন সিধু, ক্ষোভ প্রকাশ নেটিজেনদের

Published on:

Sidhu canceled music show at basirhat

রাজ্যের বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে গতকাল অর্থাৎ রবিবার বসিরহাটের (Basirhat) গানের অনুষ্ঠান (Music Show) বাতিল করেছেন  ক্যাকটাস ব্যান্ডের জনপ্রিয় গায়ক সিধু (Sidhu)। বাংলার অসংখ্য সংগীতপ্রেমী মানুষদের কাছে ক্যাকটাস (Cactus) অন্যতম একটি প্রিয় ব্যান্ড। যার প্রতিটি গানের সাথে জড়িয়ে রয়েছে অসংখ্য মানুষের ইমোশন।

গতকাল এই ক্যাকটাস কে উৎসর্গ করেই বসিরহাটের বসিরহাট মিউজিক ফোরামের তরফে একটি বাস্কিং ইভেন্টের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানেই মধ্যমণি হয়ে উপস্থিত থাকার কথা ছিল সিধু সহ ব্যান্ডের অন্যান্য সদস্যদের।বেলা চারটে নাগাদ বসিরহাটের রবীন্দ্রভবনে হওয়ার কথা ছিল এই অনুষ্ঠান।

সিধু,Sidhu,বসিরহাট,Basirhat,গানের অনুষ্ঠান,Music Show,ক্যাকটাস,Cactus,শো বাতিল,Show Cancel

কিন্তু বেলা দেড়টা নাগাদ সবার সমস্ত আশায় জল ঢেলে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শো বাতিল (Show cancel) করার কথা জানিয়ে দুঃখ প্রকাশ করেন সিধু। সেখানেই তিনি জানান এদিনের ওই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি সবার সাথেই থাকবেন তিনি।

সিধু,Sidhu,বসিরহাট,Basirhat,গানের অনুষ্ঠান,Music Show,ক্যাকটাস,Cactus,শো বাতিল,Show Cancel

এদিনের ওই ফেইসবুক পোস্টে সিধু লিখেছিলেন ‘রাজ্যের বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে, কলকাতা থেকে বসিরহাট এতোটা দূরে যাওয়াটা  ঠিক হবে না বলেই মনে হচ্ছে !’কারণ হিসাবে সিধু জানান সাধারণ নাগরিক হিসেবে, পথে বেরিয়ে নিরাপত্তাহীনতায় ভুগবেন তিনি। শেষে শিল্পীর সংযোজন ‘তাই, খুবই আবেগের টান ও প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও আজ বসিরহাট মিউজিক ফোরামের তরফে একটি বাস্কিং ইভেন্টে জয়েন করতে পারছি না। মন টা তোমাদের সঙ্গেই রইলো।’

সিধু,Sidhu,বসিরহাট,Basirhat,গানের অনুষ্ঠান,Music Show,ক্যাকটাস,Cactus,শো বাতিল,Show Cancel

এইভাবে শেষ মুহূর্তে শো বাতিল করায় মনক্ষুন্ন হয় বসিরহাট বাসীর। যার জেরে সিধুর করা ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনে গিয়ে ক্ষোভ উগরে দেন এলাকাবাসীর অনেকেই। শুধুমাত্র রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা ভেবে সমস্ত নিরাপত্তা থাকা সত্ত্বেও বসিরহাটের এলাকাবাসীর মন ভেঙে দেওয়াযা একের পর এক নেটিজেনদের কটাক্ষে ভোরে গিয়েছে গায়কের পোস্টের কমেন্ট সেক্শন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥