সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিকা কিয়ারা আডবানীর (Kiara Advani) সঙ্গে সাত পাক ঘুরেছেন বলিউডের (Bollywood) নামী অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra)। জয়সলমেরের সূর্যগড় প্যালেসে বসেছিল তাঁদের রূপকথার বিয়ের আসর। দুই পরিবার এবং কাছের কিছু বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন ‘শেরশাহ’ জুটি। তাঁদের সেই ‘ঘনিষ্ঠ’ বন্ধুদের লিস্টে নাম রয়েছে বি টাউনের নামী পরিচালক-প্রযোজক করণ জোহরের (Karan Johar)।
ধর্মা প্রোডাকশনের কর্ণধার করণের হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন সিদ্ধার্থ। ছবির নাম ছিল ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ (Student of The Year)। যদিও তাঁর আগে করণের ‘মাই নেম ইজ খান’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন সিড। শোনা গিয়েছিল, সেই ছবি থেকেই বন্ধুত্বের সূত্রপাত দু’জনের। তবে কিয়ারার সঙ্গে বিয়ে (Sidharth Kiara wedding) হওয়ার পর জানা গেল, শুধুমাত্র বন্ধু নন, মন দেওয়া-নেওয়াও নাকি হয়েছিল সিদ্ধার্থ-করণের!
এমনিতে পর্দার ‘শেরশাহ’র প্রাক্তনের প্রসঙ্গ উঠলে আলিয়া ভাট, পরিণীতি চোপড়ার মতো অভিনেত্রীদের নাম উঠে আসে। কিন্তু সেই লিস্টে যে করণের নামও রয়েছে তা অনেকেই জানতেন না। তাই স্বাভাবিকভাবেই তাঁদের ‘প্রেমের খবর’ শোনার পর অনেকেরই চোখ কপালে উঠেছে।
বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মডেলিংয়ের দুনিয়া ছেড়ে মুম্বইয়ে এসে প্রথমে করণের ধর্মা প্রোডাকশন হাউসে সহকারী পরিচালকের পদে চাকরির জন্য আবেদন করেছিলেন সিদ্ধার্থ। এরপর ‘মাই নেম ইজ খান’ ছবিতে কাজের সুযোগ পান তিনি। সেই ছবিতে কাজ করতে গিয়েই নাকি ‘কাছাকাছি’ এসেছিলেন দু’জনে।
শুধু তাই নয়, মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সিদ্ধার্থ ও করণ নাকি একসঙ্গে ‘ভালোবাসার শহর’ প্যারিসেও ঘুরতে গিয়েছিলেন। এরপর করণ পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’এর হাত ধরে বলিউডে পা রাখেন অভিনেতা। যদিও সিদ্ধার্থ এবং করণের এই প্রেমের খবর সত্যি নাকি তা নেহাতই গুঞ্জন তা কখনও জানা যায়নি।
উল্লেখ্য, সিদ্ধার্থ এখন নিজের অতীত ভুলে অভিনেত্রী কিয়ারা আডবানীর সঙ্গে সাত পাক ঘুরেছেন। দীর্ঘ ৩ বছর চুটিয়ে প্রেম করার পর গত ৭ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধেন তাঁরা। গতকাল অর্থাৎ রবিবার মুম্বইয়ে আয়োজিত হয়েছিল ‘সিয়ারা’ জুটির গ্র্যান্ড রিসেপশন। বলিউডের একাধিক তারকাকে নিয়ে রিসেপশনে মেতে উঠেছিলেন সিদ্ধার্থ-কিয়ারা।