• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শপিং মলের চেঞ্জিং রুমে সেক্স করেছিলাম, নিজের কীর্তি নিজেই ফাঁস করলেন সিদ্ধার্থ মলহোত্রা

বলিউডের অন্যতম সুদর্শন অভিনেতাদের মধ্যে একজন হলেন সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhorta)। সেই ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ থেকে অভিনেতা যে কত মেয়ের ক্রাশ তা গুনে শেষ করা যাবে না। তবে এই মুহূর্তে বলিউডের ‘শেরশাহ’ চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী কিয়ারা আডবানীর (Kiara Advani) সঙ্গে। এসবের মাঝেই সিদ্ধার্থের যৌন জীবনের এক ‘সিক্রেট’ প্রকাশ্যে এসেছে।

সম্প্রতি সিদ্ধার্থ গিয়েছিলেন জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’এ। সঙ্গে ছিলেন অভিনেতা ভিকি কৌশল। সেখানে দুই সুদর্শন অভিনেতার ব্যক্তিগত জীবন সম্বন্ধিত একাধিক বিষয় নিয়ে খুল্লমখুল্লাই আলোচনা হয়েছে। ভিকি-ক্যাটরিনার বিয়ে থেকে শুরু করে সিদ্ধার্থ-কিয়ারার প্রেম- করণের শোয়ে অনেক কিছু নিয়েই আলোচনা হয়েছে। এমনকি বাদ যায়নি দুই তারকার যৌন জীবনের আলোচনাও।

   

Vicky Kaushal and Sidharth Malhotra

‘কফি উইথ করণ’এ ভিকি এবং সিদ্ধার্থের সোশ্যাল মিডিয়া পোস্ট এবং সেখানে নেটিজেনদের করা নানান দুষ্টু মন্তব্য নিয়ে আলোচনা হচ্ছিল। সেই সময় দেখানো হয়, ভিকির খালি গায়ের একটি ছবিতে একজন নেটাগরিক কমেন্ট করেছেন, ‘ভিকির উষ্ণতাই যথেষ্ট। ক্যাটরিনার আর কম্বল লাগবে না’। সঙ্গে সঙ্গে লাজুক হাসি হাসেন ভিকি। জানান, এই কমেন্টটি কিন্তু তাঁর খারাপ লাগেনি।

সঙ্গে সঙ্গে করণ বলেন, এই কমেন্টের মধ্যে কেমন যেন একটা যৌনতার গন্ধ রয়েছে। সিদ্ধার্থ আবার বলে ওঠেন, যৌনতার মধ্যে ভালোবাসা থাকাটা কিন্তু খুব জরুরী। সঙ্গে সঙ্গে ভিকি এবং করণ তির্যক দৃষ্টিতে অভিনেতার দিকে তাকান। এরপর র‍্যাপিড ফায়ার রাউন্ডের সময় এই বিষয়টি নিয়ে ঘুরিয়ে খোঁচা দেন ‘কফি উইথ করণ’এর সঞ্চালক।

Sidharth Malhotra

করণ প্রশ্ন করেন, ‘সবচেয়ে অদ্ভুত কোন জায়গায় যৌনতায় লিপ্ত হয়েছে?’ জবাবে সিদ্ধার্থ বলেন, ‘চেঞ্জিং রুমে যৌনতায় লিপ্ত হয়েছিলাম আমি’। সঙ্গে সঙ্গে করণের পাল্টা প্রশ্ন, ‘সেই সময় চেঞ্জিং রুমের বাইরে কি কেউ ছিল’? হাসতে হাসতে সিদ্ধার্থ বলেন, ‘বিস্তারিত বলার কথা কিন্তু ছিল না’। সিদ্ধার্থের এই কথা শোনা মাত্রই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, বড় পর্দার ‘শেরশাহ’র সঙ্গে কে ছিলেন? বর্তমান প্রেমিকা কিয়ারা নাকি অন্য কেউ?

Sidharth Malhotra and Kiara Advani

সিদ্ধার্থ এবং কিয়ারা বলিউডের অন্যতম জনপ্রিয় জুটিগুলির মধ্যে একটি। শোনা যায়, ২০২০ সাল থেকে সম্পর্কে রয়েছেন দু’জনে। একসঙ্গে সুপারহিট ‘শেরশাহ’ ছবিতে কাজ করেছেন তাঁরা। মাঝে দিয়ে অবশ্য সিদ্ধার্থ এবং কিয়ারার ব্রেক আপের সংবাদে ছেয়ে গিয়েছিল সংবাদমাধ্যমগুলি। তবে সেই সব গুজব উড়িয়ে ‘কফি উইথ করণ’এ প্রেমের সংবাদে শিলমোহর দিয়েছেন অভিনেতা।