তিন বছরের প্রেমপর্ব শেষে মঙ্গলবার সাত পাক ঘুরছেন বলিউডের (Bollywood) তারকাজুটি সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবানী (Kiara Advani)। জয়সলমেরের সূর্যগড় প্যালেসে বসবে এই রাজকীয় বিয়ের আসর। ঈশা অম্বানি থেকে শুরু করে করণ জোহর- দেশের একাধিক তারকা উপস্থিত থাকবেন ‘শেরশাহ’ জুটির বিয়েতে (Sidharth Kiara wedding)। কড়া নিরাপত্তার বেষ্টনীতে বেঁধে দেওয়া হয়েছে প্যালেসকে। কিছুতেই যাতে কোনও অনুষ্ঠানের ছবি, ভিডিও ভাইরাল না হয়ে যায় সেই বিষয়টিও সুনিশ্চিত করা হয়েছে।
যদিও এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও সিড-কিয়ারার সঙ্গীত অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। সেই সঙ্গেই হলদি অনুষ্ঠান এবং বিয়ের রাজকীয় মণ্ডপের ছবিও ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। এসবের মাঝেই তারকাজুটির বিয়ে নিয়ে প্রকাশ্যে এল আরও বেশ কিছু আপডেট। জানা যাচ্ছে, প্রাক বিবাহ নানান রীতিনীতি চলাকালীন নাকি কেঁদে ফেলেছিলেন কিয়ারা!
একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সিদ্ধার্থ যেহেতু পাঞ্জাবি সেই কারণে বিয়ের সময় সেই রীতি মানা হচ্ছে। পাঞ্জাবি রীতি অনুযায়ী, ঢোলকি, চূড়া, গীত-সহ বেশ কিছু অনুষ্ঠানও পালন করা হয়েছে। ‘শেরশাহ’ অভিনেতার মা এবং তাঁর বেশ কিছু বন্ধুরা মিলে ‘ঢোলকি’ অনুষ্ঠান উদযাপন করেছেন। প্রসঙ্গত, এই অনুষ্ঠানে ঢোল বাজিয়ে বিয়ে এবং বৈবাহিক জীবনের বিষয়ে নানান গান করা হয়।
শোনা গিয়েছে, হবু শাশুড়ি এবং তাঁর বন্ধুদের তরফ থেকে যে ঢোলকি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে বেশ ইমোশনাল হয়ে পড়েছিলেন কিয়ারা। এরপর চূড়া পড়ানোর সময়েও ছলছল করছিল অভিনেত্রীর চোখ। প্রিয় বান্ধবীকে ধীরে ধীরে কনের বেশে সেজে উঠতে দেখে চোখ ভিজেছিল ঈশা অম্বানি সহ কিয়ারার সব বান্ধবীদেরও।
View this post on Instagram
অপরদিকে আজ অর্থাৎ মঙ্গলবার সকালে আয়োজিত হয়েছে সিড-কিয়ারার গায়ে হলুদ অনুষ্ঠান। বিশেষ এই অনুষ্ঠানের জন্য হলুদ রঙে সেজে উঠেছে সম্পূর্ণ প্যালেস। পাশাপাশি সাজানো হয়ে গিয়েছে তাঁদের বিয়ের মণ্ডপও। নানান রঙের ফুল দিয়ে সাজানো সেই মণ্ডপ দেখে চোখ ফেরানো দায় হয়ে গিয়েছে নেটিজেনদের।
#SidharthMalhotra – #KiaraAdvani Wedding LIVE UPDATES | Here are some inside pictures from Suryagarh Palace decorated like a bride in Jaisalmer ?
.
.#SidKiara | #SidKiaraKiShaadi | #SidKiaraWedding | #SidharthKiaraWedding pic.twitter.com/7vxjY6dNkN— Bollywood Buzz (@BollyTellyBuzz) February 6, 2023
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, জলের মাঝখানে রয়েছে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের মণ্ডপ। সেটি গোলাপ সহ নানান ধরণের ফুল দিয়ে সাজানো হয়েছে। চারদিক থেকে চারটি রাস্তা এসে মিশেছে মূল মণ্ডপে। সেই সঙ্গেই মাথার ওপর দেওয়া রয়েছে সুদৃশ্য ছাউনি। নবদম্পতিকে রোদ, বৃষ্টি থেকে বাঁচাতে দেওয়া হয়েছে এটি । প্যালেস, মণ্ডপ সব রেডি, এবার শুধু সিড-কিয়ারার সাত পাক ঘোরার অপেক্ষা! সেই মুহূর্তটি দেখার জন্যই আপাতত মুখিয়ে রয়েছেন প্রত্যেকে।