• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আগেই ধরেছিল নেটিজেনরা! ৩ বছর লুকিয়ে প্রেম শেষে বিয়ে করছেন সিড-কিয়ারা, ফাঁস হল বিয়ের তারিখ

Published on:

Sidharth Malhotra Kiara Advani Wedding Dates came out

চলতি বছর ‘কফি উইথ করণ’এর মঞ্চে এসেই নিজেদের প্রেমকে কার্যত স্বীকৃতি দিয়ে দিয়েছিলেন সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবানী (Kiara Advani)। শাহিদ কাপুর আবার বলেছিলেন, চলতি বছরের শেষে ‘সিয়ারা’ জুটির তরফ থেকে কিছু ভালো খবর আসতে চলেছে এবং সেটি সিনেমা সংক্রান্ত কোনও খবর নয়। তখন থেকেই দু’জনের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সেই খবরে শিলমোহর দিলেন তারকাদেরই এক ঘনিষ্ঠ ব্যক্তি।

মুম্বইয়ের বেশ কিছু প্রথমসারির সংবাদমাধ্যমগুলির তরফ থেকে অনেকদিন ধরেই দাবি করা হচ্ছিল, চলতি বছরের মধ্যেই ‘মিস আডবানী’ থেকে ‘মিসেস মলহোত্রা’ হয়ে যাবেন কিয়ারা। তবে বিয়ের তারিখটা কিছুতেই জানা যাচ্ছিল না। অবশেষে ‘সিয়ারা’ জুটির বিয়ে (Wedding) নিয়ে একাধিক খুঁটিনাটি তথ্য প্রকাশ্যে এসে গেল।

Shershah Movie Sidharth Malhotra Kiara Advani

বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সামাজিক বিয়ের আগে আইনি বিয়ে সারবেন সিড এবং কিয়ারা। আগামী কয়েক মাসের মধ্যেই সেই শুভ কাজটি সেরে ফেলবেন তাঁরা। এরপর আগামী বছর বসবে বিয়ের আসর।

শুধু এটুকুই নয়, এও জানা গিয়েছে যে সিদ্ধার্থ-কিয়ারারা বিয়েতে হাতেগোনা কয়েকজন অতিথিই উপস্থিত থাকবেন। দুই তারকার পরিবারের সদস্য ছাড়া তাঁদের কাছের বন্ধু বান্ধবরা সাক্ষী থাকবেন তাঁদের বিয়ের। বলিউডের কাউকেই বিয়েতে নিমন্ত্রণ করা হবে না বলেই জানা গিয়েছে। এমনকি সিড-কিয়ারার মনোমালিন্য দূর করে ফের তাঁদের কাছে আনা করণ জোহরকেও বিয়েতে ডাকা হবে না বলেই শোনা গিয়েছে।

Sidharth Malhotra and Kiara Advani

অপরদিকে সিদ্ধার্থ এবং কিয়ারার বিয়ে প্রসঙ্গে তাঁদের ঘনিষ্ঠ সূত্র এক সংবাদমাধ্যমকে বলেন, ‘ওঁরা আর নিজেদের সম্পর্কটাকে লুকিয়ে রাখতে চাইছে না। ওঁরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে প্রচণ্ড নিশ্চিত। হয়তো আগামী বছরের এপ্রিল মাসেই ওঁরা শুভ কাজটি সেরে ফেলবেন’।

পাশাপাশি এও জানা গিয়েছে, মুম্বইয়ে নয় বরং সিড-কিয়ারার বিয়ের আসর বসবে দিল্লিতে। সেখানেই কাছের মানুষদের নিয়ে আনন্দে মেতে উঠবেন তাঁরা। তবে জানা গিয়েছে, দিল্লিতে বিয়ের পর মুম্বইয়ে একটি জাঁকজমকপূর্ণ রিসেপশন পার্টি দেবেন ‘সিয়ারা’। সেখানেও অবশ্য বলিপাড়ার লোকেরা উপিস্থিত থাকবেন কিনা জানা যায়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥