• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিঁথিতে সিঁদুর, হাতে মেহেন্দি! রাজকীয় বিয়ের পর এলাহী রিসিপশনের প্রস্তুতি সিদ্ধার্থ-কিয়ারার

Published on:

Sidharth Malhotra and Kiara Advani spotted at Jaisalmer airport, off to Delhi for reception

মঙ্গলবার জয়সলমেরে এক রাজকীয় অনুষ্ঠানে গাঁটছড়া বেঁধেছেন সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবানী (Kiara Advani)। বিলাসবহুল সূর্যগড় প্যালেসে বসেছিল বিয়ের আসর। ‘শেরশাহ’ জুটির বিয়ের পর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুমাত্র তাঁদের নিয়েই আলোচনা চলছে। স্বামী-স্ত্রী হিসেবে দু’জনকে দেখার জন্য মুখিয়ে ছিলেন নেটিজেনরা। অবশেষে বুধবার তাঁদের সেই সাধও পূরণ হয়ে গেল।

গতকাল বিয়ে হলেও,পাপারাৎজিদের সামনে আসেননি সিদ্ধার্থ-কিয়ারা। আজ জয়সলমের বিমানবন্দরে প্রথমবার স্বামী-স্ত্রী হিসেবে ক্যামেরাবন্দি হলেন তাঁরা। তাঁদের গাড়ি বিমানবন্দরে এসে পৌঁছতেই শুরু হয়ে যায় হইহই কাণ্ড। চিৎকার করে নবদম্পতিকে বিয়ের (Sidharth Kiara wedding) শুভেচ্ছা জানান সেখানে উপস্থিত প্রত্যেকে। হাসিমুখে তাঁদের ধন্যবাদ জানান তারকাজুটি।

Sidharth Kiara wedding

সিদ্ধার্থ-কিয়ারা বিমানবন্দরে আসছেন শুনেই সেখানে উপচে পড়েছিল অনুরাগীদের ভিড়। তাঁরা এসে পৌঁছতেই ঝলসে উঠতে থাকে ক্যামেরার ফ্ল্যাশ। মাথায় চওড়া সিঁদুর, হাতে চূড়া-মেহেন্দি, গলায় মঙ্গলসূত্র- নববধূবেশে অপূর্ব দেখাচ্ছিল কিয়ারাকে। অপরদিকে ক্যাজুয়াল পোশাকে নজরকাড়া লাগছিল সিদ্ধার্থকেও।

বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, আজ সিড-কিয়ারা দিল্লি যাচ্ছেন। সেখানেই অভিনেতার আদি বাড়ি। বিয়ের পর সেখানে গিয়ে বেশ কিছু আচারঅনুষ্ঠান পালন করবেন ‘শেরশাহ’ জুটি। এরপর সেখানেই আগামী ৯ তারিখ বসবে রিসেপশনের আসর।

Sidharth Kiara at Jaisalmer airport

যদিও দিল্লির এই রিসেপশনে বলিউডের তারকা নয়, বরং দুই পরিবারের সদস্য এবং সিড-কিয়ারার কাছের মানুষরাই উপস্থিত থাকবেন। এরপর আগামী ১২ ফেব্রুয়ারি মুম্বইয়ে আরও একটি রিসেপশনের আয়োজন করবেন দু’জনে। সেখানে বি টাউনের সকল তারকারা উপস্থিত থাকবেন বলে খবর। মুম্বইয়ের ‘সেন্ট রেজিস’ হোটেলে এই জমকালো অনুষ্ঠান আয়োজিত হবে বলে জানা গিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)


প্রসঙ্গত, সিদ্ধার্থ এবং কিয়ারার সম্পর্কের সূত্রপাত ২০১৮ সালে। ‘লাস্ট স্টোরিজ’এর র‍্যাপ আপ পার্টিতে প্রথম আলাপ দু’জনের। এরপর সেখান থেকে শুরু বন্ধুত্ব এবং এরপর প্রেম। দীর্ঘ ৫ বছর চুটিয়ে প্রেম করার পর গতকাল পরিণয় সূত্রে আবদ্ধ হন দু’জনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥