• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পিছিয়ে গেল সিড-কিয়ারার বিয়ে, সাত পাক ঘোরার আগেই নায়িকার প্রেগন্যান্সির খবর শুনে চোখ কপালে সকলের!

বিনোদন দুনিয়ার সংবাদ মানেই সেখানে এখন সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারার আডবানীর (Kiara Advani) খবর থাকবেই। আর হবে নাই বা কেন! আর একদিন পরেই যে সাত পাক ঘুরতে চলেছেন তারকাজুটি। জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে সাত পাক ঘুরবেন ‘শেরশাহ’ জুটি। গত কয়েকদিন ধরেই সেখানে চলছে প্রাক বিবাহ নানান অনুষ্ঠান। প্রথমে জানা গিয়েছিল, আজ সাত পাক ঘুরবেন সিড-কিয়ারা (Sidharth Kiara wedding)। কিন্তু গতকাল আচমকাই শোনা যায়, সেই বিয়ে পিছিয়ে গিয়েছে!

মাসখানেক ধরেই শোনা যাচ্ছিল, ৬ ফেব্রুয়ারি পরিণয় সূত্রে আবদ্ধ হবেন ‘শেরশাহ’ জুটি। কিন্তু রবিবার থেকে শোনা যেতে থাকে, সোমবার নয়, বরং মঙ্গলবার সাত পাক ঘুরবেন তাঁরা। পাশাপাশি এও জানা গিয়েছে, বিয়ের পরেই মধুচন্দ্রিমাতেও যাবেন না তাঁরা। এসবের মাঝেই অভিনেত্রীর প্রেগন্যান্সি নিয়ে শোনা গেল একটি বড় আপডেট।

   

Kiara Advani

এমনিতেই তারকাদের বিয়ে হতে না হতেই তাঁদের সন্তান কবে হবে তা নিয়ে অনুরাগীদের মধ্যে চর্চা শুরু হয়ে যায়। কিন্তু সিদ্ধার্থ-কিয়ারার ক্ষেত্রে বিয়ের আগেই এই বিষয়ে জেনে গেলেন তাঁরা। সাত পাক ঘোরার আগেই তারকাজুটির বাড়িতে কবে ফুটফুটে সদস্য আসবে সেই বিষয়ে জেনে নেটিজেনদের একাংশ বেশ চমকেও গিয়েছেন।

আসলে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের কথা শোনার পর থেকেই তাঁদের সন্তান নিয়ে অনুরাগীদের মধ্যে চর্চা শুরু হয়েছিল। এই বিষয়ে তারকাজুটি কুলুপ এঁটে থাকলেও মুখ খুললেন নামী কার্ড রিডার। ‘শেরশাহ’ জুটির বিয়ের আগেই সেলিব্রিটি কার্ড রিডার দিব্যা পণ্ডিত জানিয়ে দিলেন কবে মা হতে চলেছেন কিয়ারা।

Kiara Advani pregnancy

এই মুহূর্তে কেরিয়ারের শীর্ষে রয়েছেন সিদ্ধার্থের হবু বউ। হাতে রয়েছে ঠাসা কাজ। কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই ভালোবাসার মানুষের সঙ্গে সাত পাক ঘোরার সিদ্ধান্ত নিয়েছেন কিয়ারা। বিয়ের পরই নবদম্পতি হানিমুনে না গিয়ে কাজে ফিরবেন। সন্তানের কথাও এখনও ভাবছেন না তাঁরা। তবে দিব্যা তাঁদের ভবিষ্যৎ গণনা করে জানান, আগামী দু’বছরের মধ্যেই সিড-কিয়ারার ঘরে আসবে তাঁদের প্রথম সন্তান।

প্রসঙ্গত, সিদ্ধার্থ এবং কিয়ারা গত তিন বছর ধরে সম্পর্ক রয়েছেন। ‘লাস্ট স্টোরিজ’এর র‍্যাপ আপ পার্টিতে প্রথম আলাপ দু’জনের। এরপর ধীরে ধীরে বন্ধুত্ব এবং তারপর শুরু প্রেম। মাঝে শোনা গিয়েছিল, বিচ্ছেদের পথে হেঁটেছেন দুই তারকা। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে আগামীকাল সাত পাক ঘুরছেন দু’জনে।