জি বাংলায় সম্প্রচারিত ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকটির টিআরপি এখন খুব বেশি না থাকলেও, ধারাবাহিকটির জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গা নেই। যত দিন যাচ্ছে ‘মিঠাই’য়ের জনপ্রিয়তা যেন আরও বাড়ছে। এখন আবার বেঙ্গল টপারের পুরনো আসন ফিরে পেতে ধারাবাহিকে নিয়ে আসা হচ্ছে একের পর এক টুইস্ট।
সিড-মিঠাইয়ের ছেলে শাক্যর জন্মের সঙ্গেই মৃত্যু দেখানো হয়েছে মিঠাইরানীর। পাশাপাশি মিঠি রূপে ধারাবাহিকে ফিরেছেন সৌমিতৃষা কুণ্ডু। ইতিমধ্যেই ‘মিঠাই’য়ে সিড এবং মিঠির বিয়ের কথাও উঠে গিয়েছে। এখন আবার শোনা যাচ্ছে, সিড-মিঠির বিয়ে দিনই মনোহরায় ফিরবে মিঠাইরানী। সব মিলিয়ে জি বাংলার এই ধারাবাহিকের এখন জমজমাট পর্যায়ে রয়েছে।
‘সিধাই’য়ের ছেলে শাক্য (Shakya) হিসেবে ধারাবাহিকে আসা খুদে অভিনেতা ধৃতিষ্মান চক্রবর্তী (Dhritishman Chakraborty) যেমন খুব অল্প সময়েই হয়ে উঠেছেন দর্শকদের নয়নের মণি। এই খুদে অভিনেতার অবশ্য এটিই প্রথম ধারাবাহিক নয়। এর আগে ‘বৌমা একঘর’এও দেখা গিয়েছিল তাঁকে। তবে ধৃতিষ্মানের অভিনয় প্রতিভার সাক্ষী থাকলেও, খুব কম মানুষই জানেন সে দারুণ গানও গায়।
‘মিঠাই’য়ে শাক্যর চরিত্রে ধৃতিষ্মান যোগ দেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর গানের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। কোথাও তাঁকে দেখা যাচ্ছে, কিংবদন্তি লতা মঙ্গেশকরের গান গাইছে সে। আবার কোথাও দেখা যাচ্ছে, মান্না দে’র গান গেয়ে সকলকে মুগ্ধ করে দিচ্ছেন ধৃতিষ্মান।
View this post on Instagram
সম্প্রতি যেমন ‘দাদাগিরি’র মঞ্চে দাঁড়িয়ে গাওয়া ধৃতিষ্মানের একটি গানের ভিডিও নেটপাড়ায় বেশ ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে কিংবদন্তি মান্না দে’র ‘জীবনে কী পাবো না’ গানটি গাইতে শোনা যায়। এই বয়সে সে যেভাবে গানটি গেয়েছে তা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা।
View this post on Instagram
অবশ্য শুধুমাত্র নেটিজেনরাই নয়, ‘সিধাই’য়ের ছেলে শাক্যর গান শুনে মুগ্ধ হয়ে যান ‘মহারাজ’ সৌরভ গাঙ্গুলিও (Sourav Ganguly)। এত কম বয়সে মান্না দে’র এই আইকনিক গানটি ধৃতিষ্মান যে দক্ষতার সঙ্গে গেয়েছে তাই সবচেয়ে ভালোলাগে সৌরভের। ভিডিওটির কমেন্ট বক্সে নানান ধরণের কমেন্ট করে তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরাও।