• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উচ্ছেবাবু কিনা মিষ্টি খাওয়াচ্ছে! রাতের বেলা মিঠাইকে ক্যাডবেরি খাওয়াল সিড, রোমান্টিক ভিডিও ভাইরাল

মিঠাই,ক্যাডবেরি,সিদ্ধার্থ,Mithai,cadbury,Siddharth

বাংলার ঘরে ঘরে এখন রোজকার অভ্যেস হয়ে গিয়েছে মিঠাই সিরিয়ালটি। TRP লিস্টে এই ধারাবাহিককে পেছনে ফেলতে কালঘাম ছুটে যায় অন্য ধারাবাহিক গুলির৷ আর এখন তো মিঠাই আর সিদ্ধার্থ চুটিয়ে প্রেম ও করছে, তাই দর্শকরা সব ভুলে গেলেও এই ধারাবাহিক দেখতে ভোলেন না।

পাহাড়ে ছুটি কাটাতে যাওয়ার পর থেকেই একেবারে পাল্টে গিয়েছে সিড আর মিঠাইয়ের সম্পর্কের রসায়ন সত্যি হয়েছে মিঠাইরানির স্বপ্ন। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করে একেবারে ফিল্মি স্টাইলে নিজের বৌকে ‘আই লাভ ইউ’ বলেছে উচ্ছেবাবু। তারপর থেকেই মিঠাইকে একেবারে চোখে হারাচ্ছে সিড। কাঠখোট্টা কাজ পাগল দাদুর নাতিও এখন ভালোবাসায় বিশ্বাস করে।

মিঠাই,ক্যাডবেরি,সিদ্ধার্থ,Mithai,cadbury,Siddharth

সেই থেকে সে একেবারে অন্য চোখে দেখতে শুরু করেছে মিঠাইকে। তাই টিভির পর্দাতেও মাঝে মধ্যেই দেখা যাচ্ছে এই জুটির রোম্যান্স। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন মিঠাই সিরিয়ালে সবসময়ই থাকে নতুন চমক। কিছুদিন আগেই সিড মিঠাইয়ের বুড়ো বয়সের ছবি দেখে শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

মিঠাই,ক্যাডবেরি,সিদ্ধার্থ,Mithai,cadbury,Siddharth

তবে এবার উচ্ছেবাবু আর মিঠাই রানির এক্কেবারে মিষ্টি রোমান্সের ছবি ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। যেখানে দেখা যাচ্ছে, রাতে মিঠাইয়ের জল তেষ্টা পাওয়ায় সে নীচে জল খেতে গেছে, আর ওমন সময় সিদ্ধার্থ ঘুম ভেঙে দেখে তার পাশে মিঠাই নেই।

 

ওমনি ধরফরিয়ে ওঠে সিডি বয়। মিঠাকে খুঁজতে নীচেও যায় সে। পিছন থেকে ডাক দিতেই মিঠাই ভুত ভেবে জড়িয়ে ধরে উচ্ছেবাবুকে। এই মিষ্টি মুহুর্তে সিদ্ধার্থ মিঠাইকে বলে শুধু জল খেতে নেই, মিষ্টি খাওয়ার পর জল খেতে হয়। এই বলে ফ্রীজে থরে থরে সাজিয়ে রাখা ক্যাডবেরি থেকে একটা নিয়ে মিঠাইকে খাইয়ে দেয়। আর জানায়, মিঠাইয়ের রাতে খিদে পেলে খাওয়ার জন্যই নাকি এত ক্যাডবেরি কিনে রেখেছে সে। এই মিষ্টি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥