• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নেটপাড়ায় চরম ভাইরাল শ্যামনগর, ব্যাপারটা কি? এবার প্রকাশ্যে এল আসল ঘটনা

Published on:

Social Media trending Viral Shyamnagar Case Real truth revealed

সোশ্যাল মিডিয়াতে কখন যে কি ভাইরাল (Viral) হয়ে পরে বোঝা দায়! এই যেমন বিগত ২৪ ঘন্টায় সর্বত্রই ছেয়ে গিয়েছে ‘শ্যামনগর’ (Shyamnagar)। প্রোফাইলের স্টোরি থেকে ফেসবুকের (Facebook) নিউজ ফিড সর্বত্রই শুধু শ্যামনগর। সাথে ভাইরাল হয়েছে এক পুরুষ ও দুই মহিলার ছবি। কিন্তু কেন তারা হটাৎ করে ভাইরাল হল? রহস্যটা কি? এবার সেই প্রশ্নের উত্তর মিলবে।

সম্প্রতিকালে ফেসবুকে সর্বত্র ছড়িয়ে পরা ‘শ্যামনগর’ নিয়ে নেটিজেনদের আগ্রহের অন্ত নেই। ছবি শেয়ার করে কারও ক্যাপশন ‘শালি মানেই আধি ঘরওয়ালি’। তো কেউ আবার লিখেছেন,  ‘সুখের রাজা দিল বর’। এসব দেখে নেটিজেনদের একাংশ রীতিমত ধন্ধে পড়ে গিয়েছেন আসল রহস্য জানার জন্য।

Facebook Trending Shyamnagar Case

এবার ট্রেন্ডিং শ্যামনগর ঘটনার আসল সত্যি প্রকাশ্যে এল। যেমনটা জানা যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে একটি অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যার জেরেই ব্যাপক ভাবে ভাইরাল হয়ে পড়েছে শ্যামনগর। এতটাই ভাইরাল হয়ে গিয়েছে যে ফেসবুকের দেওয়াল, ইনবক্স তো বটেই ট্রেনে বাসে কিংবা চায়ের দোকানেও এখন আলোচ্য বিষয় শ্যামনগর!

নেটিজেনদের একাংশ এই ফাঁস হয়ে যাওয়া ভিডিওর লিঙ্ক চেয়ে বেড়াচ্ছেন সর্বত্র। এমনকি টাকা খরচ করতেও নাকি রাজি কিছু জন। তাছাড়া এই নিয়ে মিমও কম হয়নি নেটপাড়ায়। অন্যদিকে কিছুজন আসল সত্যি জানার পর নিজেদের মতামত প্রকাশ করেছেন এই ধরণের ঘটনা নিয়ে।

প্রসঙ্গত, এই বিষয়ে বেশ বিরক্ত হয়ে পড়েছেন শ্যামনগর এর বাসীদের। কারণ ভাইরাল হওয়ার জেরে এলাকার বদনাম হচ্ছে। যেটা কখনোই মেনে নেওয়া যায় না। ওই এলাকার এক বাসিন্দার মতে, ব্যাক্তিগত মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া একেবারেই অনুচিত। প্রত্যেকেরই ব্যক্তিগত মুহূর্ত থাকে, সেটা নিয়ে হাসাহাসি অতন্ত্য লজ্জাজনক। তাছাড়া অকারণে শ্যামনগরের বদনাম হচ্ছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥