সিরিয়াল আর বিনোদন এখনকার দিনে একে অপরের পরিপূরক। সারাদিনের ব্যস্ততার মাঝে একমুঠো অক্সিজেনের মত কাজ করে এই বিনোদনমূলক সিরিয়ালগুলি। সময়ের সাথে সাথে তাই বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদা। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই ইদানিংকালে আনা হচ্ছে নিত্য নতুন বিষয়বস্তুর ধারাবাহিক।
কিন্তু কথায় আছে নতুন কে জায়গা দিতে পুরনো কে জায়গা ছাড়তে হয়। এই একই কথা প্রযোজ্য বাংলা সিরিয়াল গুলির ক্ষেত্রেও। সাম্প্রতিক কালের উদাহরণ ঘেঁটে দেখলে খুব ভালোভাবেই বোঝা যায় সে কথা। আসলে এখনকার দিনে যে কোন সিরিয়ালের ক্ষেত্রেই শেষ কথা বলে টিআরপি। সারা সপ্তাহ জুড়ে এই টিআরপির দৌড়ে এগিয়ে থাকা লড়াই চলে বিনোদনমূলক সিরিয়াল গুলির মধ্যে।
দিনের পর দিন টিআরপি তলানিতে ঠেকলেই সময়ের আগেই তা বন্ধ করে দেয়া হচ্ছে।বয়স যতই কম দিনের হোক না কেন তার বদলে জায়গা নিচ্ছে নিত্যনতুন সিরিয়াল। তেমনই কিছুদিন আগেই অর্থাৎ চলতি বছরের জুলাই মাসে শেষ হয়েছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ঢাকি’ (Jamuna Dhaki)। এই ধারাবাহিকে নায়িকা যমুনা চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya)।
এই সিরিয়াল শেষ হওয়ার পরপরই প্রথমবার বড় পর্দায় ডেবিউ করেছেন অভিনেত্রী। মাসখানেক আগেই পরিচালক অভিজিৎ সেন পরিচালিত মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত ‘প্রজাপতি’ সিনেমার শুট করেছেন তিনি। এরই মধ্যে শোনা যাচ্ছে বিরতি কাটিয়ে ফের একবার নতুন মেগা সিরিয়ালে (New Serial) ফিরছেন (Comeback) পর্দার যমুনা ঢাকি। প্রসঙ্গত ‘ডান্স বাংলা ডান্স’-এর প্রতিযোগী হয়ে অংশ গ্রহণ করার পরেই শ্বেতার কাছে সুযোগ এসেছিল সিরিয়ালে অভিনয়ের।
তারপর বাকিটা ইতিহাস। নৃত্যশিল্পী থেকেই হয়ে উঠেছেন জনপ্রিয় অভিনেত্রী। বিরতি কাটিয়ে তিনি আবারও ফিরতে চলেছেন নতুন সিরিয়ালে। এবার অবশ্য সুশান্ত দাসের প্রযোজনা সংস্থা। এখনো পর্যন্ত যা খবর তাতে জানা যাচ্ছে অভিনেত্রীর এই আসন্ন সিরিয়ালটি হতে চলেছে সম্পূর্ণ প্রেমের একটি গল্প। যদিও এখনও পর্যন্ত তার বিপরীতে কে থাকছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।তবে অভিনেত্রীর আরও একবার কামব্যাক করার খবরে ব্যাপক খুশি হয়েছেন তার অসংখ্য অনুরাগী।