• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মায়ের পছন্দেই বিয়ে করব, রুবেলের সাথে প্রেম থেকে বিয়ের তারিখ নিয়ে মুখ খুললেন শ্বেতা

Published on:

Sweta Bhattacharya opens up about her marriage plannings

বাংলা টেলিভিশন দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya)। কাজ করেছেন বহু জনপ্রিয় ধারাবাহিকে। যদিও এখন শুধুমাত্র সিরিয়ালের নায়িকাই নন, শ্বেতা সিনেমার নায়িকাও। ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন টলিউড সুপারস্টার দেব, মিঠুন চক্রবর্তীর সঙ্গে। ‘প্রজাপতি’ ছবিতে অভিনয় করেছেন ‘সোহাগ জল’এর জুঁই।

জনপ্রিয় এই টেলি নায়িকার কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের মধ্যে চর্চার অন্ত নেই। কারণ তাঁর প্রেমিকও টেলি দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ। শ্বেতা যে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের নায়ক সৃজন অর্থাৎ অভিনেতা রুবেল দাসের (Rubel Das) সঙ্গে প্রেম করছেন তা অনুরাগীদের অজানা নয়।

Jamuna Dhaki actress Sweta Bhattacharya tollywood debut with Dev

শ্বেতা এবং রুবেল একসঙ্গে ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন সেখানে যমুনা এবং সঙ্গীতের জুটি দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল। পর্দার সেই প্রেম বাস্তবেও গড়িয়েছে। নিজেদের প্রেমের সম্পর্ককে প্রকাশ্যে স্বীকারও করে নিয়েছেন দুই তারকা। লুকোছাপা নয়, বরং খুল্লমখুল্লা প্রেম করেছেন দু’জনে।

Shweta Bhattacharya Rubel Das

সম্প্রতি প্রথমবার রুবেলের সঙ্গে নিজের প্রেমজীবন নিয়ে এক সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন শ্বেতা। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের তরফ থেকে অভিনেত্রীকে বিয়ের প্ল্যান জিজ্ঞেস করা হলে তিনি সাফ সাফ বলেন, ‘যার সঙ্গে প্রেম করছি, আমি তাঁকেই বিয়ে করব’। কিন্তু সেটার জন্য সময় চাই। বিয়ের প্ল্যান আছে। তবে সেটা আগামী বছরে নয়’।

Shweta Bhattacharya Rubel Das

যদিও এখানেই থামেননি ‘সোহাগ জল’ ধারাবাহিকের নায়িকা। শ্বেতার জানান, তিনি রুবেলকে পছন্দ করার আগে তাঁর মা পছন্দ করেছিলেন। শুধু এটুকুই নয়, সম্পর্কে জড়ানোর আগে দু’জনের পরিবারে কথাও হয়ে গিয়েছিল বলে জানান অভিনেত্রী।

শ্বেতার কথায়, ‘আমি পছন্দ করার আগে আমার মা ওঁকে (রুবেল) পছন্দ করেছিল। প্রেম করার আগেই দুই বাড়িতে আমাদের কথা বলা হয়ে গিয়েছিল। আমাদের বাড়িতে নিয়মিত রুবেলের যাতায়াত রয়েছে’। প্রসঙ্গত, শ্বেতাকেও বেশ কয়েকবার রুবেলের বাড়ির অনুষ্ঠানে দেখা গিয়েছে। বাংলার টেলি দুনিয়ার এই দুই তারকার প্রেম যে জমে ক্ষীর হয়ে গিয়েছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥