• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কথা ফুটেছে মুখে! পোষ্য কুকুর জিলেটোকে ‘খেয়ে নাও’ বলে বকে বকে খাওয়াচ্ছে শুভশ্রী পুত্র যুবান

Published on:

Yuvaan,yishaan,subhasree ganguly,শুভশ্রী গাঙ্গুলি,Raj Chakraborty,রাজ চক্রবর্তী,টলিউড

এখন নেটপাড়ার নয়া সেনসেশন ছোট্ট যুবান৷ আজকাল টলিউডের অভিনেতা অভিনেত্রীদের থেকেও বেশি জনপ্রিয় তাদের সন্তানেরা। বাবা মার সাথে পাল্লা দিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়া কাঁপান তারা। করিনা পুত্র তৈমুরকে দিয়ে যেই ট্রেন্ড শুরু হয়েছিল সেই ধারা এখন অব্যাহত টলিউডেও। শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly) এবং রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পুত্র যুবান (Yuvaan) বেজায় জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই তার নামে তৈরি হয়েছে কয়েকশো ফ্যান ক্লাব।

পুচকে যুবান এখন জনপ্রিয়তায় মা বাবাকেও রীতিমতো টেক্কা দেয়। মাত্র ১ বছর বয়সেই সে জিতে নিয়েছে লাখো লাখো বাঙালির মন। যদিও এর পিছনে তার মা এবং বাবার অবদানও রয়েছে, ছোট্ট থেকে পুচকের বিভিন্ন কীর্তির নজির তারা নিয়মিত শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। যার জেরে সকলের চোখের সামনেই ধীরে ধীরে বেড়ে উঠছে যুবান।

Subhashree son Yuvaan first Birthday

তার প্রথম হামাগুড়ি, হাঁটতে শেখা থেকে বাবা ডাক সবই ভিডিওর মাধ্যমে যত্নে রেখেছেন শুভশ্রী রাজ। তবে এবার যে আরও একটু বড় হয়েছে সে তার নজির ও মিলল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী যেখানে দেখা যাচ্ছে, তাদের বাড়ির পোষ্য কুকুর জিলেটোকে রীতিমতো বকে ধমকে খাওয়াচ্ছে ছোট্ট যুবান।

Yuvaan,yishaan,subhasree ganguly,শুভশ্রী গাঙ্গুলি,Raj Chakraborty,রাজ চক্রবর্তী,টলিউড

আঙুল দিয়ে ঈশারা করে আর নিজের ভাষায় জিলেটোকে যেন যুবান বলছে ‘খেয়ে নাও’। নেপথ্যে যুবানকে আশ্বাস দিয়ে শুভশ্রীকেও বলতে শোনা গেল “তুমি বললে বলে জিলেটো দাদা খাচ্ছে”। ভিডিওতে দেখা গেল যতক্ষণ না যুবানের জিলেটো দাদা খাওয়া শেষ না করছে ততক্ষণ কড়া অভিভাবকের মতো দাঁড়িয়ে ছিল যুবান। সব শেষে পুচকেকে থ্যাঙ্কিউ বলতে শোনা যায় শুভশ্রীকে। এক মাথা ঝাঁকড়া চুল নিয়ে যুবানের এই বকাবকি দারুণ মনে ধরেছে সকলের৷ আর এই মিষ্টি ভিডিও ভাইরাল হতেও যে বেশি সময় লাগেনি তা বলাই বাহুল্য।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥