• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সন্তানকে স্তন্যপান করাতে করাতেই র‍্যাম্প ওয়াক, অসাধারণ ভিডিও শেয়ার করলেন শুভশ্রী

সদ্য মা হয়েছেন টলি ডিভা শুভশ্রী বন্দোপাধ্যায়। রাজ-শুভর পরিবারে এখন খুশির হাওয়া। ছোট্ট যুবানকে নিয়েই এখন সময় কাটছে এই তারকা দম্পতির। পেট থেকে পড়েই রাতারাতি তারকা একরত্তি। জনপ্রিয়তার দৌড়ে মা বাবাকে এখনই কয়েক গোল দিয়ে দেবে যুবান। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে তার অজস্র ফ্যান-ক্লাব। সবকিছু থেকে দূরে থেকে এখন যুবানকেই সামলাতে ব্যস্ত রাজ-শুভশ্রী।

কোলে যুবান৷ আর এই সময়েই নানান খুদের খুনসুটির ভিডিও পোস্ট করতে থাকেন অভিনেত্রী।শুভশ্রী মা হওয়ার আগে তার ওজন থেকে, খাওয়া দাওয়া সবকিছুই ছিল চর্চার বিষয়। আর একজন অভিনেত্রী হলে তো সেই চর্চা আরও কয়েকগুণ বেড়ে যায়। সদ্য এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন অভিনেত্রী শুভশ্রী বন্দোপাধ্যায়।

এবার সেসবের যোগ্য জবাব দিলেন অভিনেত্রী।মাতৃত্বের আসল মানে বোঝাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মডেল মা সন্তানকে স্তন্যপান করাতে করাতেই অবলীলায় হাঁটছেন র‍্যাম্পে। শুভশ্রী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে কিছুই লেখেননি, নীরব প্রতিবাদেই তিনি বুঝিয়ে দিয়েছেন মায়েরা সব পারে।

এই ঘটনাই প্রথম নয়। এর আগেও ২০১৪ সালেও ব্রাজিলের ন্যাশনাল অ্যসেমব্লিতে ক্যামেরার লেন্সকে পাত্তা না দিয়ে বিতর্ক সভায় অংশগ্রহণকারী এক মহিলা এমপি তাঁর সন্তানকে স্তন্যদান করেন। ২০১৭ সালে পার্লামেন্টের অধিবেশন চলাকালীন নিজের সন্তানকে স্তন্যপান করিয়েছিলেন বামপন্থী গ্রিনস পার্টির এক মহিলা সদস্য। এই বিষয়টিকে সমর্থন করে এবার ভিডিও শেয়ার করলেন শুভশ্রী।

 

View this post on Instagram

 

A post shared by Kidz Lovers (@kidz.lovers)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥