• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যুবান এলেও বিন্দু মাত্র ভাটা পড়েনি প্রেমে, রাজকে চুমুতে সোহাগে ভরিয়ে দিলেন শুভশ্রী

Published on:

টলিউডের পাওয়ার কাপল রাজ শুভশ্রী। দুই থেকে তিন হলেও তাদের প্রেমে বিন্দুমাত্র ভাটা পড়েনি। বরং এখনও দুজন দুজনকে চোখে হারান। এদিকে সদ্য মা হয়েছেন টলি ডিভা শুভশ্রী গাঙ্গুলি। আর তাই-ই এই দম্পতির এখন সময় কাটছে একরত্তিকে নিয়েই। নতুন অতিথিকে নিয়েই এতই ব্যস্ত তারা গত কয়েকদিন যেন নিজেদের জন্য সময়ই বের করতে পারছিলেন না এই জুটি।

তবে এবার ফের চেনা ছন্দে ফিরলেন দম্পতি। এবার রাজকে জাপটে ধরে চুমুতে সোহাগে আদরে ভরিয়ে দিলেন টলিউডের সেক্সি মাম্মা শুভশ্রী গাঙ্গুলি। তাদের এই ঘনিষ্ঠ মুহুর্তের ছবি ইতিমধ্যেই তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

প্রথম থেকেই রাজ শুভশ্রী ঢাক পিটিয়েই প্রেম করেছেন। বিয়ে থেকে শুরু করে শুভশ্রীর মা হওয়া পর্যন্ত সর্বক্ষণই স্ত্রীকে যত্নে আদরেই রেখেছেন রাজ। বাড়িতে নতুন অতিথি আসার পরেও সেই ভালোবাসায় ভাগ পড়েনি, সেটাই ফের প্রমাণ করে দিল রাজ শুভশ্রীর এই ছবি। রাজ-পুত্র ছোট্ট যুবান পেট থেকে পড়েই রাতারাতি ভাইরাল। কদিন তাকে নিয়েই মেতে ছিলেন নেটবাসী। দীর্ঘদিন পর রাজ শুভশ্রীকে একসাথে দেখে বেজায় খুশি তাদের ভক্তকূল।

যুবান আসার আগে রাজের পরিবারের উপর দিয়ে কার্যত ঝড় বয়ে গেছে। নিজে বাবা হলেও সদ্য বাবা হারাও হয়েছেন রাজ৷ সবমিলিয়ে অনেক খারাপ সময় শক্ত হাতে সামলাতে হয়েছে রাজশ্রীকে। এবার কাজেও মন দিয়েছেন এই দম্পতি। শিগগিরই আসতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত শুভশ্রী-পরমব্রত অভিনীত ছবি হাবজি গাবজি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥