• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্রুতি স্বর্ণেন্দুর প্রেমদিবস! হবু বরকে সারপ্রাইজ দিতে, অসুস্থ শরীরে ৪ ঘণ্টার জার্নি নায়িকার

বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় সেলিব্রেটি জুটি হলেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) এবং পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার (Swarnendu Samaddar)। প্রেমের ক্ষেত্রে বয়স যে একটা সংখ্যা মাত্র তা বারবার প্রমাণ করেছেন শ্রুতি-স্বর্ণেন্দু জুটি।নিজের থেকে বয়সে বড় পরিচালকের সাথে প্রেম করে শুরুর দিন থেকেই নানা বিতর্কের সম্মুখীন হয়েছে এই জনপ্রিয় পরিচালক নায়িকা জুটিকে।

তাঁদের সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে কিছুদিন আগেও তুমুল শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু শ্রুতি জানিয়ে দেন যে, তাঁদের সম্পর্ক প্রথমদিনের মতোই অটুট। তাই শ্রুতি স্বর্ণেন্দু জুটির ভালোবাসার সামনে ধোপে টেকেনি কোনো জল্পনাই। বরং দিনে দিনে বয়স বেড়ে চলেছে এই প্রিয় জুটির সম্পর্কের। বাদ যায়নি প্রেম দিবসের সেলিব্রেশনও।

   

শ্রুতি দাস,Shruti Das,স্বর্ণেন্দু সমাদ্দার,Swarnendu Samaddar,সারপ্রাইজ,Surprise,প্রেমদিবস,Valentines Day,শান্তিনিকেতন,Shantiniketan

দিনে দিনে অনুরাগীদের মধ্যেও বেড়েছে এই জুটির জনপ্রিয়তা। ভ্যালেন্টাইন্স ডেতে স্বর্ণেন্দুর জন্য মজার প্ল্যান করেছিলেন নায়িকা। এপ্রসঙ্গে অভিনেত্রী সংবাদমাধ্যমে অভিনেত্রী জানান, ‘দুদিন আউটস্টেশন ছিলাম, আজ সকালেই কলকাতায় ফিরেছি আর অন্যদিকে স্বর্ণেন্দু রয়েছে শান্তিনিকেতনে। ওর নতুন ধারাবাহিক আসছে ‘গৌরী এলো'(Gouri Elo)। সেই ধারাবাহিকের আউটডোর শুট চলছে শান্তিনিকেতনে (Shantiniketan)।’

শ্রুতি দাস,Shruti Das,স্বর্ণেন্দু সমাদ্দার,Swarnendu Samaddar,সারপ্রাইজ,Surprise,প্রেমদিবস,Valentines Day,শান্তিনিকেতন,Shantiniketan
সেইসাথে শ্রুতির সংযোজন ‘ আমি ওকে সারপ্রাইজ দিতে ওকে না জানিয়েই শান্তিনিকেতন আসি। ওর মন্দিরের সেট হয়েছে সেখানেই হাজির হয়েছি। আমার শরীর খারাপ তাও ঠিক করেছিলাম আমি যাবোই। কলকাতা থেকে যেতে প্রায় ৪ ঘণ্টা সময় লাগবে জেনেই বেলা ১২ নাগাদ রওনা দিই।’ জানা যায় শ্রুতির এই কাজে তার দুই পার্টনার ইন ক্রাইম, ছিলেন তার ননদ ও ভাগ্নে।

শ্রুতি দাস,Shruti Das,স্বর্ণেন্দু সমাদ্দার,Swarnendu Samaddar,সারপ্রাইজ,Surprise,প্রেমদিবস,Valentines Day,শান্তিনিকেতন,Shantiniketan
সময়ের অভাবে প্রেমিকের জন্য উপহার কিনতে পারেননি ঠিকই। তবে এ প্রসঙ্গে শ্রুতি জানিয়েছেন ‘এমনিতেও কোনও বস্তু উপহার হিসাবে দেওয়ার থেকে এরকম সারপ্রাইজ বেশি দামি বলে মনে হয়।’ সেইসাথে শ্রুতির আরও সংযোজ, ‘আমার জন্মদিন ও প্রেমবার্ষিকী একই দিনে। বিগত দুবছর আমরা একসঙ্গে রয়েছি। আশা করি আগামী সব ভ্যালেন্টাইনস ডে আমরা একসঙ্গে থাকব।’