• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুশান্তের মৃত্যুবার্ষিকীতে অভিনব উদ্যোগ শ্রুতির, ন্যায়ের দাবি তুলল টলিপাড়ার কলাকুশলীরা

আজ ১৪ ই জুন, ঠিক এক বছর আগে এই দিনটাতেই এক বিশেষ অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে (Sushant Singh Rajput) হারিয়েছিল বলিউড ইন্ডাস্ট্রি। একজন পরিবার তাদের প্রিয় সদস্য হারিয়েছিল। অনুরাগীরা তাদের পছন্দের আইকন কে হারিয়েছিল। কারুর বন্ধু বিচ্ছেদ ঘটেছিলো। একজন দিদি তার প্রিয় ভাইকে হারিয়েছিল চির দিনের জন্য। সকল সম্পর্ক ছিন্ন করে না ফেরার দেশে পারি দিয়েছিলো সকলের খুব কাছের মানুষ, সকলের প্রিয় অভিনেতাদের একজন সুশান্ত। আজই সেই অভিশপ্ত ও স্মরণীয় দিন। আজকের তারিখেই  সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যু ঘটেছিল।

আজকের দিনটি সুশান্ত অনুরাগীদের জন্য সত্যিই স্মরণীয়। সুশান্তের মৃত্যুর এক বছর পূর্ণ হলো আজ। তার মৃত্যুকে ঘিরে উঠে এসেছে একাধিক রহস্য। তবুও সুশান্ত এর মৃত্যু রহস্য ভেদ করা সম্ভবপর হয় নি। সে সঠিক বিচার পায় নি। আজকের দিনে আবারো সবার মনে সেই কথার উদয় হচ্ছে বারংবার। বলিউড এর পাশাপাশি সুশান্ত মৃত্যুর বিচার চাইতে সরব হয়েছিলেন টলিউডও।

   

Shruti Das,Sushant Singh Rajput,SSR,Justice For SSR,শ্রুতি দাস,সুশান্ত সিং রাজপুত

আজ এই বিশেষ দিনে সুশান্তকে অভিনব উপায়ে স্মরণ করে তার মৃত্যুর বিচার চেয়ে সরব হলেন এবার সিরিয়াল জগতের অভিনেতা অভিনেত্রীরা। তবে উদ্যোক্তা ছিলেন বর্তমানের জনপ্রিয় টেলি অভিনেত্রী দেশের মাটি ধারাবাহিকের মুখ্য চরিত্র শ্রুতি দাস (Shruti Das)। শ্রুতি দাস একটি নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছেন। যে চ্যানেল তিনি আজ থেকে শুরু করেছেন, এই চ্যানেল এ উক্ত প্রথম বিষয় হিসাবে শ্রুতি সুশান্তকে স্মরণ করে নিজের এবং বিশেষ কিছু অভিনেতা অভিনেত্রীর বক্তব্য রেখেছেন।

শ্রুতি মফস্সলের মেয়ে। আজ তার পরিচিতি বেড়েছে বহুগুন। তবে এই জায়গায় পৌঁছতে গিয়ে শ্রুতি কে নানান কটূক্তির স্বীকার হতে হয়েছে বারংবার। তাকে নিজের গায়ের রং নিয়ে কম কটূক্তি শুনতে হয় নি। যে কথা গুলো শোনার পরেও শ্রুতি হাল ছাড়েননি, এবং সদর্পে সেই সব মানুষের মুখে যোগ্য জবাব দিয়েছেন আর নিজের চলার পথে এগিয়ে চলেছেন।

শ্রুতির নতুন ইউটুবে চ্যানেলে শ্রুতির বক্তব্য ছিল, ‘সুশান্ত সিং রাজপূত এর মতো একজন অভিনেতার এই ধরণের মৃত্যু, নিজে একজন অভিনেত্রী হয়ে মেনে নিতে পারছেন না।’ তিনি চান সুশান্ত যেন সঠিক বিচার পান। নাহলে এভাবে কখনো তার মৃত্যু হয়ে গেলেও তিনি বিচার পাবেন না। এই বিষয় নিয়েই তিনি তার নতুন ইউটিউব চ্যানেলটি শুরু করলেন তার সঙ্গ দিয়েছেন তথাগত মুখোপাধ্যায়, নীল চট্টোপাধ্যায়, অন্বেষা হাজরা, ‘কাটোয়া অনুভব নাট্যগোষ্ঠী’-এর পরিচালক কৌশিক মুখোপাধ্যায় সহ এক ঝাঁক চেনা মুখ।

site