বিনোদনভিডিওসিরিয়াল

সবুজ ঘেরা পাহাড়ের বুকে ভালোবাসার রঙে রঙীন শ্রুতি-স্বর্ণেন্দু, প্রকাশ্যে আদুরে ছবি

চুপিসারে বিয়ে করে আগেই সবাইকে চমকে দিয়েছিলেন বাংলা সিরিয়ালের (Bengali Serial) ‘রাঙা বউ’ (Ranga Bou) তথা অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। তথাতকথিত সেলিব্রেটিদের মতো হাই প্রোফাইল বিয়ে না সারলেও আড়ম্বরহীন সেই বিয়ে ছিল শ্রুতি স্বর্ণেন্দুর স্বপ্নের বিয়ে। আর সেই বিয়ে সারতেই শনিবারেই স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারের (Swarnendu Samaddar) সাথে ‘মিনি হানিমুন’-এ পাড়ি দিয়েছিলেন শ্রুতি।

গন্তব্য স্থল প্রথমেই খোলসা না করলেও ধীরে ধীরে এখন সবটাই স্পষ্ট হয়েছে নেটিজেনদের কাছে। যদিও শ্রুতি আগেই জানিয়েছিলেন গন্তব্যস্থলে পৌঁছানোর পরেই তিনি জানাবেন সবটা। কথা মতোই ধীরে ধীরে ইনস্টাগ্রামে মিনি হানিমুনের একগুচ্ছ ছবি আর ভিডিও শেয়ার করে নিয়েছেন শ্রুতি। যা দেখে জানা যাচ্ছে প্রথম দিন তাঁরা ঘুরেছেন ‘লাভার্স পয়েন্ট,নেওড়া রিভার এবং রকি আইল্যান্ড’-এর মতো জায়গায়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,রাঙা বউ,Ranga Bou,শ্রুতি দাস,Shruti Das,স্বর্ণেন্দু সমাদ্দার,Swarnendu Samaddar,মিনি হানিমুন,Mini Honeymoon

উত্তরবঙ্গের পাহাড়ি পরিবেশ আর ডুয়ার্সের মনোরম প্রাকৃতিক পরিবেশে স্বামী স্বর্ণেন্দু দাসের সাথে রোম্যান্সে বুঁদ হয়েছিলেন অভিনেত্রী। ভালোবাসা রঙে জ্বল-জ্বল জল করছিলেন সদ্য বিবাহিত এই নবদম্পতি। মিনি হানিমুনে স্বর্ণেন্দুর বুকে মাথা রেখে ফ্রেমবন্দি হয়েছেন শ্রুতি। টেলি পাড়ার পাওয়ার কাপলের এই অদূরে ছবি দেখে চোখ ফেরাতে পারছেন  না অনুরাগীরাও।

হানিমুনে গিয়েও এদিন নো মেকআপ লুকেই দেখা গেল শ্রুতিকে। আগেও এমন মেকআপ ছাড়া অবস্থায় বহুবার ক্যামেরার সামনে এসেছেন অভিনেত্রী। আর তাঁকে এমন সাদামাটা লুকে দেখে অনুরাগীরা বরাবরই জানিয়েছেন তাঁর মধ্যে নাকি  একটা ব্যাপার আছে, যা তাঁকে বিনা মেকআপেও  সুন্দরী  করে তোলে।

তবে এদিন সদ্য বিবাহিত শ্রুতির সিঁথিতে সিঁদুর না দেখে বেশ অবাক হয়েছেন নেটিজেনদের একাংশ। তাই তাঁদের মধ্যেই কেউ কেউ আবার পরামর্শ দিয়ে বলেছেন ‘সিঁদুর পরলে মুখটা আরও মিষ্টি লাগতো।’ এছাড়া কমেন্ট সেকশনে অনেকেই জানিয়েছেন ঘুরতে গিয়ে  তাঁরা নাকি দর্শকদের অনেকেরই নজরে পড়ে গিয়েছিলেন।

Back to top button