• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উমা ধারাবাহিকে মুখ বদল প্রধান চরিত্রের! শিঞ্জিনী চক্রবর্তীর জায়গায় আসছেন শ্রুতি, জল্পনা তুঙ্গে

শ্রুতি দাস,উমা,শিঞ্জিনী চক্রবর্তী,মুখ বদল,অভিনেত্রী,টলিউড,ধারাবাহিক,বাংলা সিরিয়াল,Shruti Das,Uma,Shinjini Chakraborty,tollywood,serial,Bengali serial

সিরিয়ালের বয়স বেশীদিন না হলেও অল্প কয়েকদিনের সিরিয়াল প্রেমীদের বেশ পছন্দের সিরিয়াল হয়ে উঠেছে জি বাংলার নতুন সিরিয়াল ‘উমা’ (Uma)। একেবারে মধ্যবিত্ত পরিবারের মেয়ে উমার ক্রিকেটার হওয়ার স্বপ্নকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই সিরিয়াল। অল্প দিনেই TRP রেটিং-এ নিজের জায়গা পোক্ত করে ফেলেছে এই ধারাবাহিক। বিগত কয়েক সপ্তাহ যদিও বেশ খারাপ হচ্ছিল উমার রেজাল্ট কিন্তু এবার এক্কেবারে ৮.৫ পয়েন্ট পেয়ে প্রথম ৫ এই স্থান রয়েছে উমার।

উমা চরিত্রের অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী (Shinjinee Chakraborty) ইতিমধ্যেই নিজের অভিনয় গুণে মন জয় করেছেন দর্শকদের মন। কিন্তু আচমকা পাওয়া এক খবরে রীতিমতো তোলপাড় নেট দুনিয়া। শোনা যাচ্ছে, উমা চরিত্রে নাম ভূমিকায় অভিনয় করা শিঞ্জিনী কে নাকি আর দেখা যাবেনা ধারাবাহিকে। এই খবর প্রকাশ্যে আসতেই উমার অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ।

শ্রুতি দাস,উমা,শিঞ্জিনী চক্রবর্তী,মুখ বদল,অভিনেত্রী,টলিউড,ধারাবাহিক,বাংলা সিরিয়াল,Shruti Das,Uma,Shinjini Chakraborty,tollywood,serial,Bengali serial

শোনা যাচ্ছে, বর্তমানের উমা ওরফে শিঞ্জিনী নাকি অসুস্থ হয়ে পড়েছেন। নবাগতা এই অভিনেত্রীর এটিই প্রথম সিরিয়াল, কিন্তু মাঝপথেই তাকে ধারাবাহিক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হচ্ছে অসুস্থতার কারণেই। শ্যুটিং এর চাপ এই অবস্থায় নেওয়া তার পক্ষে কার্যত অসম্ভব, সেই কারণেই নাকি কিছু দিনের জন্য বিরতি নিতে চলেছেন শিঞ্জিনী।

Shruti Das 1

এই বিষয়ে এই ধারাবাহিকের প্রযোজক সুশান্ত দাস এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে তিনি কিছুদিনের জন্য শিঞ্জিনী বিরতি নিচ্ছেন তার জায়গায় অভিনয় করবেন অভিনেত্রী শ্রুতি দাস। এও শোনা যাচ্ছে, আগামী ৫ ই এপ্রিল থেকেই নাকি শ্যুটিং শুরু করবেন শ্রুতি।

শ্রুতি দাস,উমা,শিঞ্জিনী চক্রবর্তী,মুখ বদল,অভিনেত্রী,টলিউড,ধারাবাহিক,বাংলা সিরিয়াল,Shruti Das,Uma,Shinjini Chakraborty,tollywood,serial,Bengali serial

যদিও এই খবরের ভিত্তি ফেসবুকে ঘুড়ে বেড়ানো একটি সংবাদ পত্রের ছবি। তবে আশ্চর্যজনক ভাবে সংবাদপত্রের কোনোও নাম নেই, তাই অনেকে মনে করছেন ‘এপ্রিল ফুল’ করে দর্শকদের বোকা বানাতেই এমনটা কেউ করেছে। কেননা, স্বয়ং শ্রুতি এই পোস্টের নীচে কমেন্টে জানিয়েছেন এমন কিছুই হচ্ছেনা। আবার শ্রুতির এটা পাব্লিসিটি স্টান্ট হওয়ার সম্ভাবনাও এড়ানো যাচ্ছেনা। তবে একেবারে জল্পনা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা কেননা এর আগেও বহু ধারাবাহিকেই এমন মুখ বদলের নজির পাওয়া গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥