• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রথম ধারাবাহিক ‘ত্রিনয়নী’ই আজও বাঁচিয়ে রেখেছে! খুদের ভিডিও দেখে আবেগে ভাসলেন শ্রুতি

shruti das

শ্রুতি দাস (Shruti Das), বরং নাচই ছিল তার ধ্যান জ্ঞান। এছাড়া টুকটাক গানও গাইতেন তিনি। কখনও যে অভিনয় করবেন তা ভেবেও দেখেননি শ্রুতি। নাচের মাধ্যমেই হঠাৎ করে অভিনয়ের সুযোগ আসে তার কাছে। অভিনয় জগতে তার সফর বেশি দিনের না হলেও প্রথম সিরিয়াল ‘ত্রিনয়নী’ থেকেই দর্শকদের বিপুল ভালোবাসা পেয়ে চলেছেন এই টেলি নায়িকা। এরপরেই দ্বিতীয় সিরিয়াল ‘দেশের মাটি’র নোয়া চরিত্রের হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান অভিনেত্রী। তবে সদ্য শেষ হয়েছে শ্রুতির এই সিরিয়াল।

এমনিতে প্রথম সিরিয়াল যে কোনো অভিনেত্রীর কাছেই স্পেশাল হয়। কিন্তু শ্রুতির কাছে তাঁর প্রথম সিরিয়াল আরও বেশি স্পেশাল কারণ এই সিরিয়ালের হাত ধরেই নিজের মনের মানুষ খুঁজে পেয়েছেন অভিনেত্রী। শুরুতেই সিরিয়ালের পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের (Swornenndu Samaddaar) প্রেমে পড়ে যান অভিনেত্রী। যদিও প্রথমে পরিচালক মশাই বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি পরে কখন যেন তিনি নিজেও শ্রুতিকে অজান্তেই ভালোবেসে ফেলেন তা বুঝতেই পারেননি।

Shruti Das 1

অভিনয় জীবনে কম স্ট্র‍্যাগল করতে হয়নি অভিনেত্রীকে। প্রথম থেকেই তার শ্যামলা গায়ের রঙ নিয়ে নেটিজেনদের কাছে তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। কিন্তু নিন্দুকেরাও একথা স্বীকার করতে বাধ্য হন যে শ্রুতি আর যাই হোক অভিনয়টা দারুণ করেন। তার অভিনয়ের জোরেই একসময় ‘ত্রিনয়নী’ বেঙ্গল টপার হয়েছিল। শুধু তাইই নয় ‘দেশের মাটি ‘ ধারাবাহিকেও তার অভিনীত নোয়ার চরিত্রটি দর্শকদের বেশ পছন্দ হয়েছিল।

প্রথম ধারাবাহিক আজও তাকে বাঁচিয়ে রেখেছে মানুষের মনে। আজ সোশ্যাল মিডিয়ায় ফের একবার সেই প্রমাণ পেলেন অভিনেত্রী। খুদের মিষ্টি কথার আবদার যেন ফের একবার পুরনো সেই ত্রিনয়নীর সময় মনে করিয়ে দিল শ্রুতিকে৷ একটি ভিডিও এদিন পোস্ট করেন শ্রুতি, যেখানে পুচকেকে শ্রুতিকে নয়ন আন্টি বলে ডেকে বলতে শোনা যাচ্ছে, , “তোমায় আমি অনেকবার ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি। আমি যখন কাটোয়া যাব তোমার সঙ্গে দেখা করব।” ভিডিও দেখে মন ভরে গিয়েছে অভিনেত্রীর।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥