ছোটপর্দার অন্যতম জনপ্রিয় নতুন মুখ ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের নয়ন ওরফে শ্রুতি দাস (Shruti Das)। প্রথম ধারাবাহিকেই দর্শকদের বিপুল ভালোবাসা কুড়িয়েছেন এই টেলি নায়িকা। প্রায়শই খবরের শিরোনামেও উঠে আসেন তিনি। গত কয়েকদিন আগেই গায়ের রঙ নিয়ে নেটিজেনদের ‘নোংরা’ কটাক্ষের বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন অভিনেত্রী। বর্তমানে তাকে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ‘দেশের মাটি’ ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
টেলি-পাড়ায় নায়িকা পরিচালকদের প্রেমের উদাহরণ অজস্র রয়েছে। সেইরকমই এখন ইন্ড্রাস্ট্রির সবচেয়ে চর্চিত জুটি হল নয়ন ওরফে শ্রুতি এবং ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার (swarnendu samadder)।
ত্রিনয়নীর শ্যুটিং সেটেই পরিচালক স্বর্ণেন্দুর প্রেমে পড়েন কাটোয়ার মেয়ে শ্রুতি। ১৪ বছরের বড় পরিচালককে নিজেই প্রেমের প্রস্তাব দিয়েছিলেন শ্রুতি,প্রথমে পরিচালক তাকে বিশেষ পাত্তা দেননি। কিন্ত, কথায় আছে না ‘পিরিতি কাঁঠালের আঠা লাগলে পড়ে ছাড়েনা’। প্রথমে অস্বীকার করলেও শেষমেশ নয়নই হয়ে ওঠে পরিচালকের নয়নের মণি।
নিজের প্রেমের ক্ষেত্রে কোনো রাখঢাক রাখতে পছন্দ করেননা শ্রুতি। পরিচালকের প্রতি তার প্রেম সুযোগ পেলেই উজার করে দেন অভিনেত্রী। নিজেদের ভালোবাসার ভালোথাকার বিভিন্ন মুহুর্ত মাঝেমধ্যেই সকলের সঙ্গে ভাগ করে নেন শ্রুতি। এদিন সুইমিং পুলের জলে নেমে রোমান্সে মেতেছিলেন ‘শ্রুতিন্দু’।
View this post on Instagram
প্রেমিকের সাথে জলকেলিতে মত্ত থাকার ভিডিও শেয়ার করে শ্রুতি লিখছেন, ”Mila mila mila koi mila mila mila.” । এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল, শ্রুতির অনুরাগীরা তাদের আগামী জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। আর কেউ কেউ প্রতিবারের মতো এই ভিডিওর নীচেও করে গিয়েছেন অপ্রয়োজনীয় কুরুচিপূর্ণ মন্তব্য, যদিও সেসব মন্তব্যকে বিশেষ আমল কোনোদিনই দেননা অভিনেত্রী। জমিয়ে প্রেম করছেন তারা, শোনা যাচ্ছে
শ্রুতি ও স্বর্ণেন্দুর সম্পর্ক মেনে নিয়েছে তাঁদের পরিবারও।