সিরিয়ালের জনপ্রিয় নায়িকা হওয়ার সুবাদে মাঝেমধ্যে শিরোনামে উঠে আসেন অভিনেত্রীরা। ছোটপর্দার এমনই একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রুতি দাস (Shruti Das)। এমনিতে অভিনয় জগতে শ্রুতির সফর বেশি দিনের নয়। প্রথম সিরিয়াল ‘ত্রিনয়নী’র নয়ন চরিত্রে অভিনয়ের পর থেকেই দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন শ্রুতি।
সেইসাথে সঙ্গী হয়েছে বিতর্ক। কিছুদিন আগেই গায়ের রঙ নিয়ে নেটিজেনদের ‘নোংরা’ মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছিলেন শ্রুতি। উল্লেখ্য সদ্য শেষ হয়েছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘দেশের মাটি’ (Desher Mati)। এই সিরিয়ালেই অন্যতম মুখ্য চরিত্র নোয়ার ভূমিকায় অভিনয় করেছেন শ্রুতি। সেখানেও কম বিতর্ক দানা বাঁধে।
সিরিয়ালে একাধিকবার অতিরঞ্জিত দৃশ্যে অভিনয় করেও একাধিকবার ট্রোলিংয়ের মুখে পড়েছেন অভিনেত্রী। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় দারুন অ্যাক্টিভ অভিনেত্রী। সেই কারণেই বিপুল জনপ্রিয়তার জেরেই সোশ্যাল মিডিয়ায় শ্রুতির নাম দেখলেই কৌতূহল চেপে রাখতে না পেরে একপ্রকার হামলে পড়েন নেট পাড়ার বাসিন্দারা।
View this post on Instagram
অভিনয় জগতের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুন জনপ্রিয় শ্রুতি। তাই সুযোগ পেলেই মাঝে মধ্যে নিত্যনতুন ছবি এবং ভিডিও শেয়ার করেন অভিনেত্রী।পাশাপাশি কাছের মানুষদের বিশেষ দিনে তাঁদের উদ্দেশ্যে স্পেশাল বার্তা দিতেও সিদ্ধহস্ত শ্রুতি। সদ্য মায়ের জন্মদিন পালন করে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা লিখেছিলেন শ্রুতি।
এবার নিজের সৌন্দর্যকে আরও একটু বেশি মেলে ধরতেই মায়ের সাথেই চুলের নতুন স্টাইল করলেন সকলের প্রিয় অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই নতুন হেয়ার কাটের বেশ কিছু ঝলক শেয়ার করেছেন শ্রুতি।সেই ছবি দেখে বোঝা যাচ্ছে শহরের নামি কোনো পার্লারে গিয়েছিলেন শ্রুতি। এদিন মাকেও সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। শ্রুতির নতুন হেয়ার স্টাইল দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।