• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দারের ৪০-তম জন্মদিন! এলাহী আয়োজন করে ভালোবাসায় মুড়ে দিলেন শ্রুতি 

Published on:

স্বর্ণেন্দু সমাদ্দার,Swarnendu Samaddar,শ্রুতি দাস,Shruti Das,Birthday celebration,জন্মদিন উদযাপন

বাংলা ইন্ডাস্ট্রির অন্যতময় জনপ্রিয় সেলিব্রেটি জুটি হলেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার (Swarnendu Samaddar) এবং অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। সম্পর্কে বয়স যে একটা সংখ্যা একথা ফের একবার প্রমাণ করেছেন এই জুটি। বয়সের ব্যবধান ঘুচিয়ে বহুদিন ধরেই সম্পর্কে রয়েছেন তারা। বয়সে অনেকটাই বড় প্রথম সিরিয়ালের পরিচালকের সাথে সম্পর্ক জড়িয়ে প্রথমদিকে অনেকেরই কটাক্ষের মুখে পড়েছিলেন অভিনেত্রী।

তবে কোন কিছুই গায়ে মাখেননি অভিনেত্রী। বরং প্রতিটা দিনই নিজেদের ভালবাসার উদযাপন করে চলেন এই জুটি। সদ্য গিয়েছে শ্রুতির পরিচালক প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দারের ৪০ বছরের জন্মদিন। প্রেমিকের জন্মদিনে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোবাসায় মুড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি শহরের এক নামি রেস্তোরাঁয় প্রেমিকের জন্মদিনের এলাহী আয়োজন করেছিলেন অভিনেত্রী।

স্বর্ণেন্দু সমাদ্দার,Swarnendu Samaddar,শ্রুতি দাস,Shruti Das,Birthday celebration,জন্মদিন উদযাপন

সঙ্গী ছিলেন শ্রুতির বাবা মা সহ তাদের পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় স্বজন। সম্প্রতি নিজের  ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে বেশ কিছু ছবি এবং ভিডিও আপলোড করেছিলেন শ্রুতি। সেখানে দেখা যাচ্ছে জন্মদিনের সন্ধ্যায় কখনও স্বর্ণেন্দুর কাঁধে মাথা রেখে কখনও তাকে জড়িয়ে ধরে কোমর দুলিয়ে নাচ করছেন শ্রুতি।

স্বর্ণেন্দু সমাদ্দার,Swarnendu Samaddar,শ্রুতি দাস,Shruti Das,Birthday celebration,জন্মদিন উদযাপন

যদিও অভিনেত্রীকে নাচতে দেখা গিয়েছে তার মায়ের সাথেও। এদিন শ্রুতির পরনে ছিল গোলাপি রঙের শাড়ি আর তার সাথেই নীল রঙের ডিজাইনার পিঠখোলা স্লিভলেস ব্লউস। সাথে মানানসই হার কানের। অন্যদিকে পরিচালক মশাইয়ের পরনে ছিল বরাবরের মতোই ছিমছাম পোশাক।


ছবিতে দেখা গেল খাবার হিসেবে স্বর্ণেন্দুর সামনে শ্রুতি সাজিয়ে দিয়েছিলেন সাদা ভাত, পাঁচরকম ভাজা, খাসির মাংস, চাটনি, পায়েস। তবে সবটাই আসলে ছিল খাবারের মতো দেখতে স্পেশাল খালি কেক। প্রেমিকের জন্মদিনে দেওয়া অভিনেত্রীর এই স্পেশাল কেক কিন্তু দারুন পছন্দ হয়েছে অনুরাগীদের। কোমেন সেকশনে নিজেরাই কমেন্ট করে জানিয়েছেন সেকথা। তবে শুধু অভিনব কেক নয়, এ বছর প্রেমিকের জন্মদিনে শ্রুতির ছবিতে দেওয়া ক্যাপশনগুলিও ছিল নজরকাড়া।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥