বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রুতি দাস (Shruti Das)। তার অভিনয়ের বয়স বেশীদিন না হলেও মাত্র অল্প কয়েকদিনেই মিলেছে বিরাট সাফল্য। আর সাফল্যের সাথে সাথেই নায়িকার সঙ্গী হয়েছে বিতর্ক। কখনও গায়ের রঙ, কখনও সিরিয়ালের চরিত্র আবার কখনও নিজের থেকে বয়সে বড় পরিচালকের সাথে প্রেম, বিতর্ক কিছুতেই পিছু ছাড়েনা শ্রুতির।
তবে বরাবরই বিতর্কে মাথা ঘামান না শ্রুতি। উল্লেখ নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে জীবনটাকে চুটিয়ে উপভোগ করেন অভিনেত্রী। তবে অতিসম্প্রতি নতুন বিতর্কের জেরে শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী। এমনি আগেও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের (Swarnendu Samadar) সাথে প্রেম নিয়ে কটাক্ষের মুখে পড়েছিলেন শ্রুতি। কিন্তু সেসবে কান না দিয়ে বয়সে বড়ো প্রেমিকের সাথে চুটিয়ে প্রেম করছেন শ্রুতি।
তার কাছে বয়স একটি সংখ্যা। এরই মধ্যে নানা মহলে শুরু হয়েছে শ্রুতির বিচ্ছেদ জল্পনা। সেই আঁচ গিয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার দেওয়ালেও। এ প্রসঙ্গে সম্প্রতি নিজের কাছের এক বন্ধুর উদ্দেশ্যে একটি পোস্টে শ্রুতি লিখেছিলেন ‘আমায় একদিন তুই-ই বলেছিলিস ইন্ডাস্ট্রিতে কেউ কারওর বন্ধু হয়না শ্রুতি,সবাই কে এত বিশ্বাস করে ভালোবাসিস না,ঠকবি!আমি বলেছিলাম-তুই তো ওরকম না,ব্যাস।আজ আমিই ঠকলাম তোকে ভালোবেসে’।
তবে শ্রুতির এই কাছের বন্ধু টি কে,সে সম্পর্কে জানা যায়নি। এরপরেই পরবর্তী পোস্টে শ্রুতি লিখেছিলেন ,’স্বর্ণেন্দুর সাথে আমার ব্রেকাপ হয়নি,হবেওনা। খামোখা আমাদের ব্রেকাপ হয়েছে এই নিয়ে মেসেজ করছেন যারা,করবেন না। ভালোবাসা নিয়ে কিছু লেখা মানে প্রেমিক প্রেমিকার ভালোবাসা নয়।’
তাই তাদের সম্পর্ক যে আগের মতোই অটুট আছে তা বোঝাতে প্রেমিক স্বর্ণেন্দুর সাথে একটি টাটকা ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেই পোস্টের প্রতি ছত্রে ছত্রে ক্ষোভ উগরে দিয়ে শ্রুতি লিখেছেন ‘আগের পোষ্টটা ইন্ডাস্ট্রির একজন কাছের বন্ধুকে নিয়ে। আমাদের ব্রেকাপ হয়েছে এটা যাদের মনে হচ্ছে তাদের জন্য আমাদের হাতে গরম একটি ছবি রইল। আমি আর স্বর্ণেন্দু হেসে নিলাম এই সুযোগে।’