ইন্ডাস্ট্রিতে টেলি অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) এবং পরিচালক স্বর্নেন্দু সমাদ্দারের (Swarnendu Samaddar)প্রেম এখন ওপেন সিক্রেট। নিজের সম্পর্ক নিয়ে কোনোদিনই লুকোচাপা রাখেননি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া থেকে রিয়ালিটি শো সব জায়গাতেই স্বর্ণেন্দুর সাথে সম্পর্কের কথা খোলাখুলি জানিয়েছেন অভিনেত্রী। তবে মাত্র অল্প কয়েকদিনের অভিনয় জীবনে নানা কারণে বিতর্কে শিরোনামে এসেছেন অভিনেত্রী।
তা সে অভিনেত্রীর গায়ের রঙ হোক কিংবা অসম বয়সী প্রেমিক স্বর্ণেন্দুর সাথে সম্পর্ক হোক। তবে বরাবরই কোনও কিছুরই তোয়াক্কা না করে নিজের শর্তে নিজের জীবনটাকে চুটিয়ে উপভোগ করেছেন শ্রুতি। ইতিপূর্বে একাধিক বার শ্রুতির সাথে স্বর্ণেন্দুর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছে। কখনও নিন্দুকরা বলেছেন পেশাদার জীবনে দ্রুত সফল হওয়ার জন্য নিজের থেকে বয়সে বড় পরিচালককে সিঁড়ি হিসাবে ব্যবহার করছেন শ্রুতি। তো কখনও বলা হয়েছে কদিনের মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে যাবে এই সম্পর্ক।
কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে বিগত বেশ কয়েক বছর ধরে হেসে খেলেই একে অপরের সাথে কাটিয়ে দিয়েছেন এই পরিচালক- নায়িকা জুটি। তবে একথা ঠিক প্রেমিক বয়সে বড় হওয়ায় প্রথমে শ্রুতি মা নাকি তাদের এই সম্পর্ক টা মেনে নিতে কিছুতেই রাজি ছিলেন না। একথা একবার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে নিজেই জানিয়েছিলেন শ্রুতি। তবে এখন পরিস্থিতি আলাদা হবু জামাই স্বর্ণেন্দু এখন শ্বাশুড়ি মায়ের নয়নের মণি।
এরই মধ্যে শোনা যাচ্ছে চুপিচুপি বিয়ে সেরে ফেলেছেন শ্রুতি-স্বর্ণেন্দু! আসলে সম্প্রতি মায়ের সাথেই জি বাংলার ‘রান্নাঘর’(Rannaghar)-এ এসেছিলেন নয়ন অভিনেত্রী শ্রুতি দাস। আর সেখানেই এমনই এক সিক্রেট ফাঁস করেছেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। সম্প্রতি জি বাংলার সোশ্যাল মিডিয়ার পেজে এই পর্বের একটি ছোট ভিডিও ক্লিপিংস শেয়ার করা হয়েছিল।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে সুদীপা ওইদিন তার অনুষ্ঠানের দুই অতিথি শ্রুতি এবং তার মা কে স্বাগত জানাচ্ছেন। আর তারপরই তিনি শ্রুতির উদ্দেশ্যে প্রশ্ন করেন, ‘তোকে আগেও সুন্দর লাগত, কিন্তু এখন যেন আরও বেশি সুন্দর লাগে। এত হাসি সবসময় মুখে। কী ব্যাপার রে?’ তাতে শ্রুতির মা বলেন, ও কিন্তু ছোট থেকেই এরকম হাসিখুশি। তাতে সুদীপা বলে, ‘শুনছি কীসব নাকি সইসাবুদ হয়ে গিয়েছে?’ শুনে লজ্জায় লাল শ্রুতির মুখ নামাল। উত্তর দেননি শ্রুতির মাও।’