• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পেটে কাতুকুতু দিতেই খিলখিলিয়ে হাসছে দেব্যান! নতুন বছরে ছেলের মিষ্টি ভিডিও শেয়ার করলেন শ্রেয়া

বলিউড গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) তার অনবদ্য কণ্ঠের জন্য পরিচিত। গত বছরেই মা হয়েছেন গায়িকা। ফুটফুটে পুত্র সন্তান দেব্যান (Devyaan) কে নিয়েই তার বেশি সময় কাটে এখন। ২০২১ সালটা অনেকের জীবনেই নিয়ে এসেছে শোক, কেউ কেউ কাজ হারিয়ে কষ্টে দিন গুজরান করেছেন। কিন্তু এই সালটায় ভালোও হয়েছে কিছু কিছু, ঠিক যেমন মা হয়েছেন শ্রেয়া। এখন গানের পাশাপাশি এই খুদের জন্যও নিয়মিত শিরোনামে থাকেন চকা চকের গায়িকা।

নতুন বছরের শুরুতেই, শ্রেয়া ইনস্টাগ্রামে তার ছেলের একটি সুন্দর ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেব্যানকে খিলখিলিয়ে হাসতে হাসতে লুটোপুটি খেতে দেখা যাচ্ছে। ভিডিওতে আরও দেখা যাচ্ছে, দেব্যান বিছানায় শুয়ে আছে এবং শ্রেয়া ছেলের পেটে দিচ্ছেন কাতুকুতু। আর তার জেরেই হেসে পেটে খিল ধরার জোগাড় পুচকের।

   

Shreya ghoshal,devyaan,new year,viral video,শ্রেয়া ঘোষাল,দেব্যান,ভাইরাল ভিডিও

ভিডিওটি শেয়ার করে শ্রেয়া ক্যাপশনে লিখলেন,” দেব্যান আপনাদের নতুন বছর ২০২২ এর জন্য কিছু হাসি আর আনন্দ পাঠালো। সালের জন্য কিছু হাসি এবং আনন্দ পাঠাচ্ছে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, আমাদের যত্ন নেওয়ার জন্য এবং আমাদের এত ভালবাসা এবং আশা দেওয়ার জন্য ২০২১ কেও ধন্যবাদ। সবার জীবন মঙ্গলময় হোক।

Shreya ghoshal,devyaan,new year,viral video,শ্রেয়া ঘোষাল,দেব্যান,ভাইরাল ভিডিও

২০১৫ সালে দীর্ঘদিনের প্রেমিক শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল। বিয়ের ৬ বছর পর প্রথম শিশুর জন্ম দিয়েছেন শ্রেয়া। শ্রেয়া ও শিলাদিত্য ছোটবেলার বন্ধু। শিলাদিত্য একজন প্রযুক্তিবিদ এবং ওয়েবসাইট Hipcask.com-এর প্রতিষ্ঠাতাও।

 

 

View this post on Instagram

 

A post shared by shreyaghoshal (@shreyaghoshal)

প্রসঙ্গত, মুর্শিদাবাদের (পশ্চিমবঙ্গ) একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণকারী শ্রেয়া ঘোষাল চলচ্চিত্র জগতে মেলোডি কুইন হিসাবে জনপ্রিয়। বহু ছবিতে একাধিক গান গেয়েছেন তিনি। শ্রেয়ার সঙ্গীত শিক্ষক জয়বর্ধন ভাটনগরের মতে, শ্রেয়া মাত্র ৬ বছর বয়সে রাওয়াতভাটা ক্লাবে তার প্রথম স্টেজ শো করেছিলেন। তার বাবাকে পরে মুম্বাইয়ের ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টারে বদলি করা হয়। মুম্বাইতে তার আরও পড়াশোনা চালিয়ে যাওয়ার সময়, শ্রেয়া কল্যাণ জি (কল্যাণ জি আনন্দ জি জোড়ি ওয়ালে) থেকে প্রশিক্ষণ নেন এবং ১৬ বছর বয়সে দেবদাস চলচ্চিত্র দিয়ে তার কর্মজীবন শুরু করেন।