• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রসগোল্লার মত মিষ্টি দেবায়ন, ছয় মাসের জন্মদিনে ছেলের ছবি শেয়ার করলেন গায়িকা শ্রেয়া ঘোষাল

চলতি বছরের ২২শে মে তারিখে প্রথমবার মা হয়েছেন বিখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। তাদের ঘর আলো করে এসেছে এক পুত্র সন্তান। যার নাম দেওয়া হয়েছে, দেবায়ন। দেখতে দেখতে দেবায়নের বয়স ৬ মাসে পড়ল। অর্থাৎ আজ দেবায়নের ছয় মাসের জন্মদিন। আর জন্মদিনেই ছেলের বেশ কিছু মিষ্টি ছবি নিজের অনুগামীদের উপহার দিলেন গায়িকা।

টলিউড থেকে বলিউড সর্বত্রই শ্রেয়া ঘোষালের গানের জনপ্রিয়তা রয়েছে বেশ। তার গানের শুরে মুগ্ধ গোটা দেশ এমনকি দেশের বাইরেও রয়েছে লক্ষ লক্ষঅনুরাগী। কিন্তু ছেলের মা হলেও ছেলেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সামনে এতদিনে একবারও আনেননি গায়িকা। এই নিয়ে বেশ কিছুটা মনখারাপ ছিল নেটিজেনদের যদিও সেই মনখারাপ এবার দূর করে দিয়েছেন গায়িকা।

   

শ্রেয়া ঘোষাল,Shreya Ghoshal,Debaayan,Shreye Ghoshal Son Six month birthday

সম্প্রতি ছেলের ছয় মাসের জন্মদিনে ছেলেকে কোলে নিয়ে কিছু ছবি শেয়ার করেছেন শ্রেয়া ঘোষাল। ছবিতে এক মাথা চুল আর গোল্লা গোল্লা চোখে একগাল হাসি মুখে দেখা যাচ্ছে ছোট্ট দেবায়নকে। এর আগে দেবায়নের সাথে ছবি শেয়ার করলেও ছবিতে ভালোভাবে দেখা যায়নি মুখ। তবে এবারে ছবিতে দেখলেও রীতিমত রসগোল্লার মতই মিষ্টি মনে হচ্ছে শ্রেয়া পুত্রকে। ছবিগুলি শেয়ার হবার পর থেকেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

শ্রেয়া ঘোষাল,Shreya Ghoshal,Debaayan,Shreye Ghoshal Son Six month birthday

একপ্রকার নিজের অনুগামীদের ছেলের ছয় মাসের জন্মদিনে উপহার দিয়েছেন গায়িকা। আর সেই ছবিতে নেটিজেনদের শুভেচ্ছাবার্তা উপচে পড়েছে। শুভেচ্ছা জানিয়েছেন একাধিক সেলিব্রিটিরাও। মন্দিরে বেদি,শক্তি মোহন,সেলিম মার্চেন্ট, মিথিলা পালকরের মত তারকারা পুচকে দেবায়নকে ছয়মাসের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কমেন্টবক্সে অনেকেই ছবি দেখে একেবারে রসগোল্লার মত।

শ্রেয়া ঘোষাল,Shreya Ghoshal,Debaayan,Shreye Ghoshal Son Six month birthday

প্রসঙ্গত, ২০১৫ সালে ছোট বেলার বন্ধু তথা প্রেমিক শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল। এরপর ৬ বছর সুখের সংসার করেছেন দুজনে। এরপর এবছরেই মা হন তিনি। মা হবার ১১ দিনের মাথায় ছেলের নাম সকলকে জানান গায়িকা। সেই সময় কোলে ছেলে থাকলেও সেভাবে দেখা যায়নি।