সবচেয়ে আনন্দের মুহুর্তেও কিছুতেই চন্তাহীন থাকতে পারছেন না জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya ghoshal) । আগের বছরের থেকেও ভয়াবহ আকার ধারণ করেছে করোনা ভাইরাস (Corona virus)। পরিস্থিতি ক্রমেই যাচ্ছে হাতের বাইরে। হাসপাতালে ইতিমধ্যেই দেখা দিয়েছে বেডের ঘাটতি। আর ঠিক এই সময়েই মা হতে চলেছেন গায়িকা।
তিনি একা থাকলে এতটা চিন্তা ছিলনা, কিন্তু এখন যে তার পেটে তার সন্তানের ভ্রুণ। একটু বেশি বয়সেই মা হতে চলেছেন গায়িকা। কিছুদিন আগেই নিজের জীবনের এক দারুন খুশির খবর সকলের সাথে শেয়ার করেছেন গায়িকা। ২০১৫ সালে দীর্ঘদিনের প্রেমিক শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল। এরপর ২০২১ এ এসে দুই থেকে দিন হতে চলেছেন শ্রেয়া ঘোষাল। নিজেই সোশ্যাল মিডিয়াতে বেবিবাম্পের ছবি শেয়ার করে জানিয়েছিলেন সেই কথা। খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভেসে গিয়েছিল অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া।
আমাদের দেশে যেকোনো মহিলা গর্ভবতী হলে তার সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধে পছন্দের নানা পদ রান্না করে খাওয়ানো হয় গর্ভবতীকে। শ্রেয়া ঘোষালের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। তবে দেশের যা পরিস্থিতি, প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনার হার! তাই অভিনব পদ্ধতিতে সাধ খেয়েছিলেন শ্রেয়া ঘোষাল। বর্তমানে বাড়িতেই আছেন গায়িকা তাই অনলাইনেই সেরেছিলেন সাধের খাওয়াদাওয়া।
আর দিনকয়েকের মধ্যেই গায়িকার কোলে আসবে একরত্তি, কিন্তু সন্তান প্রসবের সময় যতই এগিয়ে আসছে ততই বাড়ছে চিন্তা। কারণ এক ভারী কঠিন অসুখে আক্রান্ত পৃথিবী, এই মারণ ভাইরাসের কাছে হার মেনে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। এহেন পরিস্থিতিতে চরম আতঙ্কিত হয়ে দুএক কলি লিখলেন গায়িকা।
ঈশ্বরের কাছে এই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য লড়বার শক্তি চেয়েছিলেন শ্রেয়া। এছাড়াও তিনি বলেছেন বিনা প্রয়োজনে কেউ কারোর সংস্পর্শে আসা বন্ধ করুন। এবং সঠিক মাস্ক পড়তে বলেছেন। বিশেষত N95 মাস্ক ব্যবহার করতে বলেছেন। এবং শেষে পইপই করে শ্রেয়া বুঝিয়ে বলেছিলেন, আমাদের ছোট্ট ভুলের জন্যই অনেক বড় ক্ষতি হতে পারে। বারংবার সাবধান হওয়ার জন্য অনুরোধ করেন হবু মা শ্রেয়া ঘোষাল।