টলিউড থেকে বলিউড নিজের গানের জাদুতে সকল দর্শকদের মুগ্ধ করেছেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। বিটাউনে সবচাইতে জনপ্রিয় গায়িকার মধ্যে অন্যতম শ্রেয়া সে ব্যাপারে কোনো সন্দেহই নেই! একসময় রিয়্যালিটি শো এর মাধ্যমে বলিউডে গান গাওয়ার সুযোগ মিলেছিল। সেই থেকে আর কোনোদিন পিছন ফিরে তাকাতে হয়নি, আজ সঙ্গীতের দুনিয়ায় তিনি এক উজ্জ্বল নক্ষত্র। দেখে বোঝা না গেলেও সম্প্রতি অর্থাৎ গত ১২ ই মার্চ ৩৮ বছরে পা দিলেন শ্রেয়া ঘোষাল।
গত বছর ২২ শে মে প্রথমবার মা হয়েছেন শ্রেয়া ঘোষাল। স্বামী শিলাদিত্য আর সন্তান দেব্যানকে নিয়ে এখন গায়িকার ভরা সংসার। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বিনোদন জগতে বেশিরভাগ ক্ষেত্রেই তারকারা সম পেশার মানুষকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়। কিন্তু শ্রেয়া এমনটা করেননি।
২০১৫ সালে দীর্ঘদিনের প্রেমিক তথা বাল্যকালের বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল। এরপর ২০২১ এ এসে দুই থেকে তিন হন শ্রেয়া-শিলাদিত্য। শ্রেয়ার কন্ঠে মা সরস্বতী বিরাজ করলেও, শিলাদিত্য এক্কেবারে অন্য পেশার মানুষ। তিনি একজন ইঞ্জিনিয়ার।
আসলে শ্রেয়া আর শিলাদিত্যর ছেলেবেলাটা এক সাথেই কেটেছে। একদম হ্যাফ প্যান্ট ফ্রক পরার যুগ থেকেই তারা একে অপরের বন্ধু। তারা পড়াশোনাও করতেন এক স্কুলেই। শ্রেয়ার মন ছেলেবেলা থেকেই ছিল সঙ্গীতের দিকে, সে তখন তালিম নিতে শুরু করে। অন্যদিকে শিলাদিত্য মন দেয় লেখাপড়ায়। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করেন শিলাদিত্য।
কাজের চাপেই দুজনের দেখা সাক্ষাৎ কমতে থাকে। তা সত্ত্বেও তাদের বন্ধুত্ব অটুট ছিল। এরপর সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত হন শ্রেয়া আর শিলাদিত্য খোলেন নিজের সংস্থা। ততদিনে শ্রেয়ার ঝুলিতে চারটি জাতীয় পুরস্কার, ছটি ফিল্মফেয়ার পুরস্কার, পাঁচ বার সেরা গায়িকার সম্মান, নয়টি দক্ষিণী ফিল্মফেয়ার পুরস্কার। দুজনেই নিজেদের জগতে প্রতিষ্ঠিত হওয়ার পর তারা বিয়ে করেন।