• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সদ্যোজাতের নামের বানান নিয়ে বিভ্রান্তি দূর করে দিলেন স্বয়ং মা শ্রেয়া ঘোষাল!

বিগত ২২শে মে মা হয়েছেন গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। পৃথিবীর সবচাইতে দামি ও অনবদ্য অনুভূতি মা হবার স্বাদ পেয়েছেন গায়িকা। শ্রেয়া ও শিলাদিত্যের ঘরে পুত্র সন্তান এসেছে। ইতিমধ্যেই নামও ঠিক করে ফেলেছেন ছেলের। সম্প্রতি পরিবারের নতুন সদস্যের আগমনের খুশিতে কেক এনেছিলেন শ্রেয়া। আর নিজেই সেই কেকের ছবি শেয়ারও করেছিলেন সোশ্যাল মিডিয়াতে।

কেকের ছবি শেয়ার করে শ্রেয়া লিখেছিলেন, ‘ বেবি বয়কে স্বাগত’। কেকটি শ্রেয়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন। সাদা আর নীলের মধ্যে ছোট্ট কেকটি দেখতে দারুন সুন্দর। কেকের মধ্যেই রয়েছে দুটি নীল রঙের টেডি বেয়ার থেকে শুরু করে ছোট্ট বাচ্চাদের পায়ের ছাপ ও কিছু বোতাম। কেকটা দেখলে যে যে কেউ বলে দিতে পারবে যে কেকটি বাচ্চাদের জন্যই তৈরী করা হয়েছে।

   

Shreya Ghoshal,Shiladitya Mukhopadhyay,Devyaan Mukhopadhyay,শিলাদিত্য মুখোপাধ্যায়,দেবয়ান মুখোপাধ্যায়,শ্রেয়া ঘোষাল,shreya ghoshal clears confusion with new born's name

মা হওয়ার পর থেকেই উচ্ছ্বাসে ফেটে পড়েছে শ্রেয়ার পরিবার। পাশাপাশি প্রিয়   গায়িকার সন্তানকে একটিবার দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছিল লক্ষ লক্ষ অনুগামীরাও। তাই আর দেরী না করে, ঠিক ১৩ দিনের মাথাতেই ছেলের ছবি প্রকাশ্যে এনেছেন শ্রেয়া ঘোষাল। সাথে জানিয়েছেন ছেলের নাম কি রেখেছেন। কিন্তু মুশকিল তা সেখানেই ছেলের নামের বানান কি! এই নিয়েই ধন্দে পরে গিয়েছে নেটিজেনরা।

Shreya Ghoshal,Shiladitya Mukhopadhyay,Devyaan Mukhopadhyay,শিলাদিত্য মুখোপাধ্যায়,দেবয়ান মুখোপাধ্যায়,শ্রেয়া ঘোষাল,shreya ghoshal clears confusion with new born's name

এরপর শ্রেয়া ঘোষালকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয় যে তার সন্তানের সঠিক বাংলা উচ্চারণ ও বানান কোনটি। সেখানে মোট ৪টি নামের বানান লেখাছিল, ১. দেবায়ন, ২. দেবযান, ৩. দেবয়ান, ৪. দেব্যান। গায়িকার নজরে পড়েছে এই পোস্টটি। আর পোস্টের উত্তর দিয়েছেন তিনি।

নামের সঠিক বানান জানতে চেয়ে করা টুইটের উত্তরে তিনি জানিয়েছেন ৩. দেবয়ান হল সদ্যজাত সন্তানের নামের সঠিক বানান। প্রসঙ্গত, এর আগে ছেলেকে ও স্বামীকে নিয়ে একটি পোস্ট করে ছেলের সাথে সকলের পরিচয় করিয়ে দিয়েছিলেন শ্রেয়া ঘোষাল। তবে সেখানে ইংরেজিতে লেখাছিল ছেলের নাম।