• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জন্মদিনে বাড়িতেই হল সেলিব্রেশন, ছেলে দেবায়নকে কোলে নিয়েই কেক কাটলেন শ্রেয়া ঘোষাল

Updated on:

Shreya Ghoshal Birthday Celibration son Devyaan gets excited

বলিউডের জনপ্রিয় বাঙালি গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। গতবছরই মা হয়েছেন গায়িকা, জন্ম দিয়েছেন পুত্র সন্তানের। ছেলে দেবায়নকে (Devyaan) নিয়েই এখন মাতৃত্ব উপভোগ করছেন গায়িকা। গত শনিবার ছিল শ্রেয়া ঘোষালের জন্মদিন। আর জন্মদিন উপলক্ষে বাড়িতে সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল। তবে জন্মদিনে গায়িকা নয় বরং নজর কাড়ল ছেলে দেবায়ন।

এদিন ৩৮শে  পা দিলেন শ্রেয়া ঘোষাল। ঘরোয়া ভাবেই পালন করা হল গায়িকার জন্মদিন। পরিবারের কিছু লোক স্বামী আর ছেলেকে নিয়েই হল কেক কাটা থেকে খাওয়া দাওয়া। জন্মদিনের কেক কাটা থেকে পঞ্চ ব্যঞ্জনে  সাজানো খাবারের ভিডিও তৈরী করে নিজেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন গায়িকা। যা বেশ ভাইরাল হয়ে পড়েছে। জন্মদিনের ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাকে।

Shreya Ghoshal,Shreya Ghoshal Birthday,Bollywood Singer,Shreya Ghoshal Son Devyaan,শ্রেয়া ঘোষাল,শ্রেয়া ঘোষালের জন্মদিন,Bollywood News

জন্মদিনের জন্য একটা বা দুটো নয় মোট পাঁচটা কেক আনা হয়েছিল বার্থডে গার্ল শ্রেয়া ঘোষালের জন্য। সেই কেকগুলির মধ্যে নজর কেড়েছে ‘মাম্মা’ লেখা কেকটি। বুঝতেই পারছেন একেকটি ছেলের তরফ থেকেই দেওয়া। আর ছেলের দেওয়া এই কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন গায়িকা।

Shreya Ghoshal,Shreya Ghoshal Birthday,Bollywood Singer,Shreya Ghoshal Son Devyaan,শ্রেয়া ঘোষাল,শ্রেয়া ঘোষালের জন্মদিন,Bollywood News

ভিডিওতে দেখা যাচ্ছে ছেলে দেবায়নকে কোলে নিয়েই কেক কেটেছেন সরায়া। তারপর ছেলেকে একটুকরো কেক খাইয়ে দিয়েছেন নিজের হাতেই। কেক খেতেই দারুণ খুশি ছোট্ট দেবায়ন। কোলেই একপ্রকার নাচতে শুরু করেছে সে। ছেলের এমন কান্ড দেখে গায়িকা নিয়েই হেসে গেলেছেন। এরপর পরিবারের বাকি সদস্যদের সাথে ভাগ  করে নিয়েছেন কেক।

Shreya Ghoshal,Shreya Ghoshal Birthday,Bollywood Singer,Shreya Ghoshal Son Devyaan,শ্রেয়া ঘোষাল,শ্রেয়া ঘোষালের জন্মদিন,Bollywood News

আরও পড়ুনঃ সেরা গায়িকার পাশাপাশি বেস্ট মা! ছেলেকে ভোলাতে গানের প্র্যাকটিসে নাচ শ্রেয়া ঘোষালের, রইল ভিডিও

মা হওয়ার পর এটাই ছিল শ্রেয়া ঘোষালের প্রথম জন্মদিন। তাই আর পাঁচটা জন্মদিনের তুলনায় এই জন্মদিনটা অনেকটাই স্পেশাল গায়িকার কাছে। তবে ছেলেই কেক খাওয়ার পাশাপাশি কাঁসার থালায় সাজানো পঞ্চ ব্যঞ্জনও দেখে গিয়েছে। নেটিজেনরাও এই ভিডিও দেখে আপ্লুত, শুভেচ্ছা আর শুভকামনায় ভরিয়ে দিয়েছেন গায়িকাকে।

প্রসঙ্গত, গতবছরের ২২শে মে মা হয়েছেন শ্রেয়া ঘোষাল। তবে শুরুতেই ছেলেকে প্রকাশ্যে আনেননি। ছেলের বয়স যখন ৬ মাস তখন প্রথম সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে আসে দেবায়ন। মায়ের কোলে চেপে এক মাথা চুল আর একগাল হাসি নিয়ে দেখা মিলেছিল তাঁর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥