• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’ ধারাবাহিকের কৃষ্ণ বাস্তবে সম্পূর্ণ আলাদা একটি মানুষ! রইল তার আসল পরিচয়

পূরাণের অনেক কাহিনীই আমাদের গল্পে শোনা, আবার বইয়েও পড়েছেন কেউ কেউ। কিন্তু তবুও কিছু মানুষ বাদ থেকে যান এই পূরাণ কাহিনি সম্পূর্ণ জেনে ওঠা থেকে, তাদের জন্যই গত কয়েক দশক ধরেই বিভিন্ন কাহিনি নিয়ে বাংলা হিন্দি বিভিন্ন ধারাবাহিক তৈরি হয়েছে। যেমন রামায়ন, মহাভারত, শ্রীকৃষ্ণের জীবনী নিয়েও তৈরি হয়েছে ধারাবাহিক।

শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার প্রেমপর্ব কমবেশি সকলেরই জানা। এবার পর্দায় ফুটে উঠবে ‘শ্রী কৃষ্ণ ভক্ত’ মীরার গল্প। ‘যোধপুরের এক সম্ভ্রান্ত রাজপুত গৃহের বিবাহ অনুষ্ঠানে বর-কনেকে দেখে ছোট মেয়েটি মাকে প্রশ্ন করেছিল ‘মা আমার বর কে?’ নাছোড়বান্দা মেয়ের প্রশ্নের উত্তরে মা বিরক্ত হয়ে গৃহস্বামী রাজপুতের কুলবিগ্রহ শ্রীকৃষ্ণের মূর্তি দেখিয়ে বলেন, “ঐ তোর বর।”

   

প্ররাব্ধি সিংহ,শ্রীকৃষ্ণ ভক্ত মীরা,মীরাবাঈ,দেবাদৃতা বসু,স্টারজলসা,বাংলা সিরিয়াল,prarabdhi singha,Sree krishna Bhakto Meera,Debadrita Basu,Star Jalsha,Bengali serial

সেদিন থেকেই শ্রীকৃষ্ণের প্রতি নিবেদিত প্রাণ মীরা। ভক্তিরসে সিক্ত হয়ে রাজপুত রাজকুমারী থেকে সন্ন্যাসিনী হয়ে গিয়েছিলেন তিনি। ইনিই পরবর্তীতে পরিচিত হন মীরাবাঈ নামে। জীবনের সমস্ত মায়া ত্যাগ করে একরারা আর কন্ঠে কৃষ্ণনাম নিয়ে সাধিকাবেশেই ঘর ছেড়েছিলেন মীরাবাঈ। এই সাধিকার জীবনী নিয়েই আসছে স্টার জলসায় ‘শ্রী কৃষ্ণ ভক্ত মীরা’ (Shree Krishna Bhakto Meera) ধারাবাহিক।

প্ররাব্ধি সিংহ,শ্রীকৃষ্ণ ভক্ত মীরা,মীরাবাঈ,দেবাদৃতা বসু,স্টারজলসা,বাংলা সিরিয়াল,prarabdhi singha,Sree krishna Bhakto Meera,Debadrita Basu,Star Jalsha,Bengali serial

এই ধারাবাহিকে শ্রীকৃষ্ণ এবং মীরার চরিত্রে কে বা কারা আসছে তা নিয়ে দর্শক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে বেজায় কৌতুহল। সম্প্রতি স্টার জলসায় কৃষ্ণভক্ত মীরা ধারাবাহিকের প্রোমো রিলিজ করেছে। যেখানে মীরাকে গিরিধারীলাল অর্থাৎ কৃষ্ণের সাধনায় মগ্ন হয়ে গান গাইতে দেখা গেছে।

প্ররাব্ধি সিংহ,শ্রীকৃষ্ণ ভক্ত মীরা,মীরাবাঈ,দেবাদৃতা বসু,স্টারজলসা,বাংলা সিরিয়াল,prarabdhi singha,Sree krishna Bhakto Meera,Debadrita Basu,Star Jalsha,Bengali serial

প্রোমোতে মীরার ভূমিকায় দেখা গিয়েছে ‘আলোছায়া’ ধারাবাহিকের আলো ওরফে দেবাদৃতা বসুকে (Debadrita Basu)। এবং শ্রীকৃষ্ণের ভূমিকায় দেখা গিয়েছে প্ররাব্ধী সিংহকে।

prabidhdhi singha

রানাঘাটবাসী প্ররাব্ধীর ডাক নাম রিমো। স্টারজলসায় (Star Jalsha) ভাগ্যলক্ষী ধারাবাহিকের শুভর চরিত্র করেছিলেন প্ররাব্ধী। এছাড়াও স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘ইরাবতীর চুপকথা’ তে ইরা-আকাশের ছেলে অভ্রর ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা।

site