পূরাণের অনেক কাহিনীই আমাদের গল্পে শোনা, আবার বইয়েও পড়েছেন কেউ কেউ। কিন্তু তবুও কিছু মানুষ বাদ থেকে যান এই পূরাণ কাহিনি সম্পূর্ণ জেনে ওঠা থেকে, তাদের জন্যই গত কয়েক দশক ধরেই বিভিন্ন কাহিনি নিয়ে বাংলা হিন্দি বিভিন্ন ধারাবাহিক তৈরি হয়েছে। যেমন রামায়ন, মহাভারত, শ্রীকৃষ্ণের জীবনী নিয়েও তৈরি হয়েছে ধারাবাহিক।
শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার প্রেমপর্ব কমবেশি সকলেরই জানা। এবার পর্দায় ফুটে উঠবে ‘শ্রী কৃষ্ণ ভক্ত’ মীরার গল্প। ‘যোধপুরের এক সম্ভ্রান্ত রাজপুত গৃহের বিবাহ অনুষ্ঠানে বর-কনেকে দেখে ছোট মেয়েটি মাকে প্রশ্ন করেছিল ‘মা আমার বর কে?’ নাছোড়বান্দা মেয়ের প্রশ্নের উত্তরে মা বিরক্ত হয়ে গৃহস্বামী রাজপুতের কুলবিগ্রহ শ্রীকৃষ্ণের মূর্তি দেখিয়ে বলেন, “ঐ তোর বর।”
সেদিন থেকেই শ্রীকৃষ্ণের প্রতি নিবেদিত প্রাণ মীরা। ভক্তিরসে সিক্ত হয়ে রাজপুত রাজকুমারী থেকে সন্ন্যাসিনী হয়ে গিয়েছিলেন তিনি। ইনিই পরবর্তীতে পরিচিত হন মীরাবাঈ নামে। জীবনের সমস্ত মায়া ত্যাগ করে একরারা আর কন্ঠে কৃষ্ণনাম নিয়ে সাধিকাবেশেই ঘর ছেড়েছিলেন মীরাবাঈ। এই সাধিকার জীবনী নিয়েই আসছে স্টার জলসায় ‘শ্রী কৃষ্ণ ভক্ত মীরা’ (Shree Krishna Bhakto Meera) ধারাবাহিক।
এই ধারাবাহিকে শ্রীকৃষ্ণ এবং মীরার চরিত্রে কে বা কারা আসছে তা নিয়ে দর্শক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে বেজায় কৌতুহল। সম্প্রতি স্টার জলসায় কৃষ্ণভক্ত মীরা ধারাবাহিকের প্রোমো রিলিজ করেছে। যেখানে মীরাকে গিরিধারীলাল অর্থাৎ কৃষ্ণের সাধনায় মগ্ন হয়ে গান গাইতে দেখা গেছে।
প্রোমোতে মীরার ভূমিকায় দেখা গিয়েছে ‘আলোছায়া’ ধারাবাহিকের আলো ওরফে দেবাদৃতা বসুকে (Debadrita Basu)। এবং শ্রীকৃষ্ণের ভূমিকায় দেখা গিয়েছে প্ররাব্ধী সিংহকে।
রানাঘাটবাসী প্ররাব্ধীর ডাক নাম রিমো। স্টারজলসায় (Star Jalsha) ভাগ্যলক্ষী ধারাবাহিকের শুভর চরিত্র করেছিলেন প্ররাব্ধী। এছাড়াও স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘ইরাবতীর চুপকথা’ তে ইরা-আকাশের ছেলে অভ্রর ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা।